এখনো সরকারী স্বীকৃতি জুটেনি বীরাঙ্গণা মমতাজ বেগমের কপালে

শাহাজাদা এমরান ।। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধ চলাকালে পাক হানাদার বাহিনী আমাদের যে সকল মা-বোনদের উপর অত্যাচার, নিপীড়ন চালিয়েছিলেন তাদেরই একজন হলেন মমতাজ বেগম। বিয়ের মেহেদি তখনো তার হাত থেকে শুকায়নি। স্বামী, শ্বাশুরী ও শ্বশুরবাড়ির স্বজনদের নিয়ে নববধুটি যখন রঙিন স্বপ্নে বিভোর ঠিক তখনি তার জীবনে নেমে আসে অমাবশ্যার কালো আঁধার। যে আঁধারে আঁধারে কেটে... বিস্তারিত