বৃহস্পতিবার ১৯ †m‡Þ¤^i ২০২৪
Space Advertisement
Space For advertisement


রাতের অগ্নিকাণ্ডে ৩টি দোকান পুড়ে ছাই; ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি


আমাদের কুমিল্লা .কম :
26.11.2022

সৈয়দ খলিলুর রহমান বাবুল ॥
কুমিল্লার দেবীদ্বারে অগ্নিকাণ্ডে ৩টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় দশ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থ ব্যাবসায়ীরা। শনিবার মধ্যরাতে উপজেলার রসুলপুর ইউনিয়নের খাইয়ার মাজার গেইট এলাকায় ওই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, প্রথমে আলম মিয়ার চায়ের দোকানের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তের মধ্যেই আগুনের শিখা ছড়িয়ে পড়ে পাশের দুই দোকানে। এতে আব্দুল হান্নান মিয়ার মুদি দোকান ও মো: জয়নালর ফার্ণিচার দোকান পুড়ে ছাই হয়ে যায়। এসময় দোকানের ভিতর ঘুমিয়ে থাকা মুদি দোকানদার হান্নান মিয়ার ছেলে মিনহাজকে দরজা ভেঙ্গে উদ্ধার করে স্থানীয়রা।
মুদি দোকানের মালিক আ: হান্নানের ছেলে মিনহাজ বলেন, আমিসহ আমরা ২০-২৫ জন মিলে দোকানে খেলা দেখেছি। পরে রাত সাড়ে ১২টার দিকে ঘুমিয়ে পড়ি। গভীর ঘুমে থাকায় আগুন কখন কিভাবে লেগেছে বলতে পারবো না। পুড়ে যাওয়া তিনটি দোকানের প্রায় ১০ লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে। আমাদের সংসারের একমাত্র উপার্জনের উৎস ছিল মুদি দোকানটি। বাবা অসুস্থ, এক ভাই পঙ্গু কিভাবে আমাদের সংসার চলবে সেই চিন্তায় দিশিহারা হয়ে পড়েছি।
এবিষয়ে মুরাদনগর ফায়ার সার্ভিসের ডিউটি ম্যান নুরে আলম বলেন, রাত ২টায় অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে রওনা দেই, ঘটনাস্থলের কাছাকাছি যাওয়ার পর আমাদের ফোন দিয়ে জানানো হয় এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে এসেছে। তাই আমরা রাস্তা থেকে ফিরে আসি।