শনিবার ১২ অক্টোবর ২০২৪
Space Advertisement
Space For advertisement


ব্রাহ্মণপাড়ায় মিনিফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত


আমাদের কুমিল্লা .কম :
26.11.2022


ফারুক আহাম্মদ, ব্রাহ্মণপাড়া ॥
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার ডগ্রাপাড়া গ্রামে মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে৷ ডগ্রাপাড়া ইয়াং স্টার ক্লাবের আয়োজনে সদর ইউপি চেয়ারম্যান মোঃ জহিরুল হকের সভাপতিত্বে মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর খান চৌধুরী৷ খেলাটির শুভ উদ্বোধক ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো: আমিনুল ইসলাম সুজন৷ খেলায় প্রধান মেহমান ছিলেন কুমিল্লা জেলা পরিষদ সদস্য মোঃ সাইফুল ইসলাম টিটু৷ বিশেষ অতিথি ছিলেন উপজেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মো: বিল্লাল হোসেন সরকার, দুলালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: মাসুদ আলী হায়দার, ইউপি সদস্য মো: ফারুক আহাম্মদ, সাবেক ইউপি সদস্য মো: আবদুর রশিদ, ছাত্রলীগের সাবেক সদস্য সচিব মো: ইমদাদুল হক বাপ্পি, উপজেলা ছাত্রলীগ নেতা মো: আবু কাউছার দিপু৷ ফাইনাল খেলায় বুড়িচং আর্দশ ফুটবল একাদশ কে জানঘর ফুটবল একাদশ পরাজিত করে চ্যাম্পিয়ান হবার গৌরব অর্জন করে৷ খেলা শেষে বিজয়ীদের এবং পরাজিত দলের মাঝে পুরস্কার বিতরণ করে অতিথিবৃন্দ৷