বৃহস্পতিবার ১৯ †m‡Þ¤^i ২০২৪
Space Advertisement
Space For advertisement


চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদার নেতৃত্বে কুমিল্লা বিভাগীয় সমাবেশে জনতার ঢল


আমাদের কুমিল্লা .কম :
26.11.2022


চৌদ্দগ্রাম প্রতিনিধি ॥
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মোঃ কামরুল হুদার নেতৃত্বে হাজার হাজার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সমাবেশে উপস্থিত হয়। এবারই প্রথম কোন সমাবেশে চৌদ্দগ্রাম উপজেলা থেকে বেশি নেতাকর্মী অংশগ্রহণ করে। দীর্ঘদিন পরে বিএনপির বড় সমাবেশে উপস্থিত হতে পেরে খুশি নেতাকর্মীরা।
জানা গেছে, পূর্ব ঘোষণা অনুযায়ী শনিবার সকাল ১০টায় চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার ১৩ ইউনিয়নের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, তাঁতীদল, মৎসজীবিদল, শ্রমিকদল ও মহিলাদলের নেতাকর্মীরা শত শত মোটর সাইকেল, মাইক্রোবাস, পিকআপ ও বাসযোগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিয়াবাজার এলাকায় গিয়ে অবস্থান করে। সেখানে নেতাকর্মীদের মাঝে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মোঃ কামরুল হুদার ছবি সম্বলিত টি-শার্ট পরিধান শেষে কুমিল্লায় গণসমাবেশের উদ্দেশ্যে রওয়ানা হয়। দুই কিলোমিটার দীর্ঘ মিছিল দেখতে সড়কের পাশের মানুষও ভীড় জমায় এবং অভিনন্দন জানায়। এ সময় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ওয়াহিদুর রহমান মজুমদার মুক্তু, শওকত আলী বাবু, সাহাব উদ্দিন ফরায়েজী, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম, সাংগঠনিক সম্পাদক নুরুন্নবী পাটোয়ারী, পৌরসভা বিএনপির সদস্য সচিব হারুন অর রশীদ মজুমদার, উপজেলা যুবদলের আহবায়ক জামাল উদ্দিন মামুন, সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল হাসনাত মোঃ জোবায়ের, সদস্য সচিব শাহনেওয়াজ মজুমদার, পৌর যুবদলের আহবায়ক মোঃ হাসান, সিনিয়র যুগ্ম আহবায়ক আশিকুর রহমান, সদস্য সচিব বদিউল আলম নোমান খাঁ, উপজেলা কৃষকদলের আহবায়ক শাহ আলম, তাঁতীদলের সভাপতি ইব্রাহিম খলিল, মৎসজীবিদলের আহবায়ক আবদুর রাজ্জাক, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি খোরশেদ আলম প্রমুখ।
চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মোঃ কামরুল হুদা বলেন, অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে চৌদ্দগ্রামের প্রায় ২০ হাজার নেতাকর্মী কুমিল্লার গণসমাবেশে অংশগ্রহণ করেছে।