বুধবার ৯ জুলাই ২০২৫
Space Advertisement
Space For advertisement


কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো কুমিল্লা সরকারি সিটি কলেজ


আমাদের কুমিল্লা .কম :
12.06.2025

 

সোহাইবুল ইসলাম সোহাগ।। কুমিল্লা সরকারি সিটি কলেজের এইচএসএসসি পরীক্ষায় উত্তীর্ণ যে সকল শিক্ষার্থীরা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে তাদের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২০২৫ সম্মাননা দেন কুমিল্লা সরকারি সিটি কলেজ।
বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে সরকারি সিটি কলেজ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে কলেজ অডিটোরিয়ামে শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
কৃতি শিক্ষার্থী সংবর্ধনা কমিটির আহ্বায়ক ড. কাজী মুহাম্মদ শাহনূর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা সরকারি সিটি কলেজের অধ্যক্ষ প্রফেসর সৈয়দ আহমেদ।
কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সংবর্ধনার মাধ্যমে অনুপ্রেরণা নিয়ে প্রকৃত মানুষ হয়ে দেশের কল্যাণে সকলকে কাজ করত হবে। দেশ সেরা কৃতিত্ব অর্জনের মধ্য দিয়ে সংবর্ধনা নেওয়া নতুন প্রজন্মরা আগামীতে নিজেকে মেলে ধরবে।
তিনি আরও বলেন, সার্টিফিকেট অর্জন করাই প্রকৃত শিক্ষা নয়। আমাদেরকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে হবে। প্রকৃত শিক্ষা সৎ ও নিষ্ঠার সাথে জীবন যাপন করতে শেখায়, বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে শেখায়। কুমিরল্লা সরকারি সিটি কলেজ থেকে শিক্ষা অর্জন করে অনেকেই আজ দেশের বিভিন্ন উচ্চ পর্যায়ে কর্মরত আছেন এবং সততার সাথে দেশের জন্য কাজ করছেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ জামসেদুল আলম, আবুল কাশেম। বক্তব্য রাখেন প্রভাষক বদিউল আলম মৃধা, সহকারী অধ্যাপক নূরে আলম সিদ্দিকী, সহযোগী অধ্যাপক মোহাম্মদ আবুল হোসেন, কামরুল হাসান, মোহাম্মদ যোবায়ের মিয়া, আবুল কাশেম, নজরুল ইসলাম সরকার, সঞ্চালনায় ছিলেন সহকারী অধ্যাপক মেহের ফাতেমা প্রমুখ।
শিক্ষার্থীদের মধ্যে অনুভূতি প্রকাশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হামিদুর রহমান সিয়াম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তাসনিম হাসান ইমন, বুয়েটের কাজী তাসাদ তনয়, মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির শাফুনুল ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেহেদী হাসান, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সাজ্জাত হোসেন, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের আরিফ হোসেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বখতিয়ার হামীম, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাজমুল হাসান ইসহাক, ইমতিয়াজ আহমেদ।