বৃহস্পতিবার ১৯ †m‡Þ¤^i ২০২৪
Space Advertisement
Space For advertisement
  • প্রচ্ছদ » বিনোদন » শাহবাগে মেডিকেল শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন


শাহবাগে মেডিকেল শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন


আমাদের কুমিল্লা .কম :
09.11.2020

মাহফুজ নান্টু||

শাহবাগে আন্দোলনরত মেডিকেল কলেজের শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেন। রবিবার বিকেল সাড়ে তিনটায় নগরীর পূবালী চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

কুমিল্লা মেডিকেল কলেজ স্টুডেন্ট এসোসিয়েশন আয়োজিত মানববন্ধনে অংশ নেয় সংগঠনের সভাপতি রিয়াজ সরকার,সহ-সভাপতি হাফিজ, মামুন সাংগঠনিক সম্পাদক ফয়জুল মোবারক, উপদেষ্টা অনিক দত্ত, সুজিত দাশ।

মানবন্ধনে অংশ নেয়া শিক্ষার্থীরা তাদের বক্তব্য বলেন, শাহবাগে চার দফা দাবী আদায়ের লক্ষ্য সমাবেশ করেছে মেডিকেলের শিক্ষার্থীরা। এ সময় সমাবেশে শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ করা হয়। যা মোটেও কাম্য নয়। যারা এমন কাজ করেছে তাদের বিচার দাবী করেন মানববন্ধনে অংশ নেয়া শিক্ষার্থীরা।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন রাকিব রাবেয়া মেডিকেল কলেজের শিক্ষার্থী মোসায়িদ, পটুয়াখালী মেডিকেল কলেজের শিক্ষার্থী সৈকত, ময়নামতি মেডিকেল কলেজের শিক্ষার্থী শান্ত, আর্মি মেডিকেল কলেজের শিক্ষার্থী সানজিদা, ময়নামতি মেডিকেল কলেজের শিক্ষার্থী চৈতি, সেন্ট্রাল মেডিকেল কলেজের শিক্ষার্থী আলামিন প্রমূখ।