শনিবার ১২ অক্টোবর ২০২৪
Space Advertisement
Space For advertisement


জমজম ট্রাভেলসের হজ্ব প্রশিক্ষণ সম্পন্ন


আমাদের কুমিল্লা .কম :
10.05.2024

আবু সুফিয়ান রাসেল।।

 জমজম ট্রাভেলস বিডির আয়োজনে হজ্ব প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। নগরীর জমজম এস আলম টাওয়ারের হোটেল গ্যান্ড ক্যাসেল মিলনায়তনে ৩০জন প্রশিক্ষনার্থী অংশ গ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাগাইশ দরবারের পীর মাওলানা মোস্তাফ ফয়েজী। অতিথি ছিলেন জমজম ট্রাভেলসের জিএম শেখ মোঃ শাকিল, ট্রাভেলসের

উপদেষ্টা অধ্যাপক রফিকুল ইসলাম,  প্রফেসর আলী আহমেদ প্রমুখ। অনুষ্ঠানের পরিচালনায় ছিলেন জমজম ট্র্যাভেলস বিডি কুমিল্লা বিভাগীয় পরিচালক

 ডা. মিজানুর রহমান সবুজ। আলোচনায় বক্তারা বলেন, ইসলামের পঞ্চম স্তম্ভ হজ। সামর্থ্যবান ব্যক্তির জন্য জীবনে একবার হজ করা ফরজ। শারীরিক সক্ষম ও আর্থিকভাবে সচ্ছল প্রত্যেক মুমিন মুসলমান বায়তুল্লাহর কালো গিলাফ আর কালো পাথর ছুঁয়ে জীবনের সব অপরাধের জন্য ক্ষমা পেতে চান। যাদের চোখের জল আর মনের আকুতি কবুল হয় আল্লাহ তাদের ক্ষমা করে দেন। রাসূল সা: ইরশাদ করেছেন, ‘হজ ও ওমরাকারীগণ আল্লাহর প্রতিনিধি দল। তারা দু’আ করলে তাদের দু’আ কবুল করা হয় এবং তারা কিছু চাইলে তাদেরকে তা দেয়া হয়।’

প্রসঙ্গত, কুমিল্লায় জমজম ট্র্যাভেলস বিডি (জমজম হজ্ব গ্রুপ) দীর্ঘদিন ধরে আস্থার সাথে আল্লাহ ঘরের মেহমানদের সেবা দিয়ে আসছেন। যার হজ্ব লাইসোন্স ১১৮৮ ও ওমরা লাইসেন্স ২৬০।  প্রতি বছর শতাধিক মানুষ এ প্রতিষ্ঠান থেকে হজ্ব পালন করে থাকেন।