বাংলাদেশে হাভালের একমাত্র পরিবেশক এইস অটোস, হাভাল এসইউভি কেনার ক্ষেত্রে প্রেমিয়াম ব্যাংকিং গ্রাহকদের সুযোগ-সুবিধা এবং ছাড়দেওয়ার জন্য ব্র্যাক ব্যাংকের সাথে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে।
চুক্তিরঅধীনে, গ্রাহকরা ৩ বছর অথবা ১,০০,০০০ কিলোমিটারের জন্য ওয়ারেন্টি উপভোগ করবেন সাথে পাবেন তিনটি কমপ্লিমেন্টারি ইমার্জেন্সি মোবাইল সার্ভিস (ইএমএস) পাবেন। প্রেস বিজ্ঞপ্তি ।