তার মানে শেষ ষোল নিশ্চিত করলো এ গ্রুপ থেকে নেদারল্যান্ড, সেনেগাল, বি গ্রুপ থেকে ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র, ডি গ্রুপ থেকে ফ্রান্স, জি গ্রুপ থেকে ব্রাজিল, এইচ গ্রুপ থেকে পর্তুগাল। শেষ পর্যন্ত কোন ষোলটি দল শেষ ষোল হবে তা পরিষ্কার হবে ২ ডিসেম্বর। ইরানের সম্ভাবনা ছিল। যুক্তরাষ্ট্রের সঙ্গে তীব্র প্রতিদ্বন্ধিতা করেছে। আল তুমামা স্টেডিয়ামে বিপুল সংখ্যক দর্শকের সমর্থনও পেয়েছিল। শেষ পর্যন্ত পারলো না। আমি বড় আশাবাদী ছিলাম ইরানের ওপর। মাত্র ১ গোলে যুক্তরাষ্ট্রকে হারাতে পারলেই ইরানের শেষ ষোল নিশ্চিত হয়ে যেত। এদিন সেনেগাল খলিফা ষ্টেডিয়ামে দারুন খেলে ইকুয়েডরকে ২-১ গোলে হারিয়ে ৫ পয়েন্ট নিয়ে শেষ ষোল নিশ্চিত করেছে। আফ্রিকার এই দেশটিকে অঝোড় ধারায় ক্রন্দন করছিল। তার টিম ইকুয়েডর হেরে যাওয়ায় তার ব্যথিত হৃদয় নিজ দেশ, নিজ দলের প্রতি যে ভালবাসা দেখালো তা আমার হৃদয়ে দাগ কেটেছে। ইংল্যান্ড ওয়েলসকে ৩-০ গোলে হারিয়ে বি গ্রুপ সেরা হয়েছে। এই বিজয়ের ধারা অব্যাহত থাকলে ইংল্যান্ডের ফাইনাল খেলা প্রায় নিশ্চিত।
সভাপতি,কুমিল্লা ক্রীড়া লেখক সমিতি
লেখক : সাবেক সভাপতি কুমিল্লা প্রেস ক্লাব ও সভাপতি ক্রীড়া লেখক সমিতি,কুমিল্লা।