বঙ্গোপসাগরে দীর্ঘতম উপকূলরেখা রয়েছে ভারতের। বৃহস্পতিবার (৩ এপ্রিল) দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এই মন্তব্য করেছেন।
সম্প্রতি চীন সফরে গিয়ে ভারতের ‘সেভেন সিস্টার্স’ খ্যাত উত্তর-পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্য নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের করা মন্তব্যের পরেই তিনি এ কথা বললেন।
জয়শঙ্কর জানান, বঙ্গোপসাগরে প্রায় সাড়ে ছয় হাজার কিলোমিটারের উপকূলরেখা রয়েছে ভারতের। বঙ্গোপসাগরে এটিই দীর্ঘতম উপকূলরেখা। বিমসটেকের পাঁচ সদস্য রাষ্ট্রের সঙ্গে ভারতের সীমান্ত রয়েছে এবং সেগুলোর মধ্যে বেশিরভাগ দেশকেই যুক্ত করে ভারত।
গত সপ্তাহেই চার দিনের চীন সফরে গিয়েছিলেন মোহাম্মদ ইউনূস। সেখানে তিনি বলেছেন, ভারতের সেভেন সিস্টার্স ল্যান্ডলকড বা স্থলবেষ্টিত একটি অঞ্চল এবং ওই অঞ্চলে সমুদ্রের একমাত্র অভিভাবক বাংলাদেশ, চীন যেটাকে কাজে লাগিয়ে অর্থনৈতিক কর্যক্রম প্রসারের কথা ভাবতে পারে।