শনিবার ১২ অক্টোবর ২০২৪
Space Advertisement
Space For advertisement
  • প্রচ্ছদ » লিড নিউজ ১ » বুড়িচংয়ে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত; ১০ ঘন্টা পর মরদেহ হস্থান্তর


বুড়িচংয়ে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত; ১০ ঘন্টা পর মরদেহ হস্থান্তর


আমাদের কুমিল্লা .কম :
10.06.2024

জহিরুল হক বাবু ।। কুমিল্লার বুড়িচং উপজেলার জামতলা ভারতীয় সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে এক বাংলাদেশী নিহত হয়েছে।
রবিবার (৯ জুন) সকাল ৮টায় কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার বাকশীমুল ইউনিয়নের জামতলা এলাকায় ভারতীয় সীমান্তে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আনোয়ার হোসেন (৫০)। নিহত আনোয়ার হোসেন বুড়িচং উপজেলার বাকশীমুল ইউনিয়নের মীরপুর গ্রামের মরহুম চারু মিয়ার ছেলে।
এদিকে ঘটনার ১০ ঘন্টা পর বিকেলে ৫ টায় পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ বাংলাদেশে হস্থান্তর করেছে বিএসএফ।
স্থানীয় ইউপি সদস্য আবুল কাশেম জানান, রবিবার সকাল আটটায় স্থানীয়রা জামতলা উত্তরপাড়া সীমান্ত এলাকায় গুলির শব্দ শুনতে পান।
তিনি স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন, ভারত থেকে চিনি আনতে গিয়ে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর বিএসএফের গুলিতে একজন বাংলাদেশি নিহত হয়েছে।
পরে স্থানীয় শংকুচাইল ক্যাম্পের বিজিবি সদস্যদের সাথে নিয়ে সীমান্ত এলাকায় যান।
ইউপি সদস্য কাশেম আরও জানান, বিকেলে ৫ টায় বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের পাচোড়া এলাকায় পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির নিকট নিহত আনোয়ারের মরদেহ হস্থান্তর করেছে বিএসএফ।
বিজিবি সদস্যরা আনুষ্ঠানিক ভাবে মরহেদ গ্রহন করার পর বুড়িচং থানা পুলিশের নিকট মরদেহটি হস্থান্তর করেন। পরবর্তীতে থানা পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহটি কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
এ বিষয়ে ৬০ বিজিবি’র অধিনায়ক এএম জাবের বিন জব্বার জানান, সকালে আনোয়ার হোসেন ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টা করে।
এ সময় বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এমন সংবাদ স্থানীয়দের মাধ্যমে বিজিবি শুনেছে।