শুক্রবার ১৭ †g ২০২৪
Space Advertisement
Space For advertisement
  • প্রচ্ছদ » লিড নিউজ ১ » কুমিল্লা রেল স্টেশনের ঘরে -বাইরে ইলেকট্রনিক্স বিজ্ঞাপন, ক্ষুব্ধ যাত্রীরা # সরকারি খুঁটিতে বেসরকারি বিজ্ঞাপন কেন, প্রশ্ন ক্ষুব্ধ যাত্রীদের


কুমিল্লা রেল স্টেশনের ঘরে -বাইরে ইলেকট্রনিক্স বিজ্ঞাপন, ক্ষুব্ধ যাত্রীরা # সরকারি খুঁটিতে বেসরকারি বিজ্ঞাপন কেন, প্রশ্ন ক্ষুব্ধ যাত্রীদের


আমাদের কুমিল্লা .কম :
04.05.2024

সুফিয়ান রাসেল ।। কুমিল্লা রেল স্টেশনের ভিতরে বাইরে ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক বিজ্ঞাপনে সাজানো হয়েছে। সরকারি প্রতিষ্ঠানে এমন বেসরকারি বিজ্ঞাপন কেন, প্রশ্ন যাত্রীদের। স্টেশন মাস্টার বলছেন, বড় স্টেশন হিসাবে ঢাকা থেকে কোম্পানীর লোকজন সাজিয়ে দিয়ে গেছে।
সরেজমিনে দেখা যায়, কুমিল্লা স্টেশনের প্রবেশ মুখের দু’পাশে দু’টি কোম্পানীর বিজ্ঞাপন। এ স্টেশনের তিনটি প্লাটফর্মের ১৮টি খুঁটিতে সাজানো বিজ্ঞাপন। এছাড়াও বাহির পথের মূল দৃশ্যমান স্থানেও সাজানো হয়েছে। এছাড়াও বিশেষ স্থানগুলোতে বিজ্ঞাপনে সাজানো হয়েছে।
সদর দক্ষিণের নলছোঁয়া গ্রামের বাসিন্দা মো. আজাদ বলেন, চট্টগ্রাম যাচ্ছি ব্যাংকের কাজে। সরকারি সম্পত্তিতে অন্য প্রতিষ্ঠানের বিজ্ঞাপন থাকতে পারে না। এটা কর্মকর্তারা বিশেষ সুবিধা নিয়ে এ চুক্তি করেছে। এখানে যাত্রীদের লাভ নেই। কোম্পানীর প্রচারণা ছাড়া।
সচেতন নাগরিক কমিটি (সনাক) কুমিল্লার সদস্য এড. শামীমা জাহান বলেন, সরকারি স্থানে যদি অনুমতি ছাড়া কেউ পোস্টারিং বা অন্য বিজ্ঞাপন লাগায়। কর্তৃপক্ষের কাজ হলো তা খুলে ফেলা। আর স্টেশনের খুঁটি তো কোম্পানীর বিজ্ঞাপন প্রদানের জন্য তৈরি করা হয়নি। আমি আশা করবো, এসব বিজ্ঞাপন দ্রুত অপসারণ করা হবে।
এ বিষয়ে কুমিল্লা স্টেশন মাস্টার মো. শাহাবুদ্দিন বলেন, এটা ঢাকার সিদ্ধান্ত। সারাদেশে বড় বড় ২০-২২টি স্টেশনে ঈদ উপলক্ষে কোম্পানীর লোকজন সাজিয়েছে। এখানে আমার কিছু করার সুযোগ নেই।