শনিবার ১২ অক্টোবর ২০২৪
Space Advertisement
Space For advertisement
  • প্রচ্ছদ » লিড নিউজ ১ » বুড়িচংয়ে স্কুলে ঢুকে প্রধান শিক্ষকের উপর হামলা করে এক লক্ষ বিশ হাজার টাকা চুরির অভিযোগ


বুড়িচংয়ে স্কুলে ঢুকে প্রধান শিক্ষকের উপর হামলা করে এক লক্ষ বিশ হাজার টাকা চুরির অভিযোগ


আমাদের কুমিল্লা .কম :
28.06.2024

এম হাসান ।। বৃহস্পতিবার (২৭ জুন) দুপুর বারোটায় কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশিমুল ইউনিয়নের ছয় গ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অফিসে প্রবেশ করে প্রধান শিক্ষক ও কমিটির সদস্যের ওপর হামলা করে অনুষ্ঠান বাবদ সংগ্রহ করা এক লক্ষ বিশ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় আবুল কালাম আজাদ গংদের বিরুদ্ধে। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান বুড়িচং থানায় একটি অভিযোগ করেছেন। অভিযোগের বিষয়ে জানতে চাইলে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসানাত খন্দকার এই প্রতিবেদককে বলেন অভিযোগ পেয়েছি । তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

সরেজমিনে বিদ্যালয়ে গিয়ে জানা যায়, গত বুধবার (২৬ জুন) ছয় গ্রাম উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে ছয়গ্রাম উচ্চ বিদ্যালয়ে আজাদ গং হামলা চালিয়েছে বলে জানান ছয় গ্রাম উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ কামাল উদ্দিন মাস্টার।

ছয় গ্রাম উচ্চ বিদ্যালয়ের বর্তমান সভাপতি মোঃ কামাল উদ্দিন মাস্টার বৃহস্পতিবার (২৭ জুন) বলেন শুক্রবার (২৮ জুন) ছয়গ্রাম উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করবেন আমাদের কুমিল্লা -৫ এর সংসদ সদস্য এম এ জাহের। নতুন ভবন উদ্বোধন উপলক্ষে প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান আমাকে ও বিদ্যাৎসাহী সদস্য স্বপন কুমার সাহাকে বিদ্যালয়ে ডাকেন । বেলা বারোটার সময় আমরা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অফিসে বসে ভবনের উদ্বোধন বিষয়ে আলোচনা করছি। এমন সময় হঠাৎ আবুল কালাম আজাদ,তানজিবুর শুভ,রাহাগীর আলম হৃদয় মাসুক মিয়া বিদ্যাৎসাহী সদস্য স্বপন কুমার সাহাকে কিল ঘুষি মারেন এবং শুভ প্রধান শিক্ষককে চেয়ার দিয়ে মারতে যান । এক পর্যায়ে অফিসের স্টাফদের সহায়তায় তাদের অফিস থেকে বের করে দেওয়া হয়।
বিদ্যালয়ের সভাপতি মোঃ কামাল উদ্দিন মাস্টার আরো জানান, আবুল কালাম বলেছেন তাকে নিয়ে নাকি স্বপন কুমার সাহা বিভিন্ন কথা বার্তা বলেছেন। আসলে এমন কোন কথা আবুল কালাম আজাদকে নিয়ে স্বপন বলেনি ।

ছয়গ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান বলেন মিটিং চলাকালে নতুন ভবন উদ্বোধনী অনুষ্ঠানের জন্য সংগ্রহ করা এক লক্ষ বিশ হাজার টাকা হামলাকারী হৃদয় চুরি করে নিয়ে যায়। আজাদ গংরা মিলে অফিস কক্ষের ভিতরে থাকা ৫০ হাজার টাকার আসবাবপত্র ভাঙচুর করে। এ বিষয়ে বুড়িচং থানায় লিখিত অভিযোগ করেছি ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বিদ্যাৎসাহী সদস্য স্বপন কুমার সাহা বলেন, প্রধান শিক্ষক থানায় অভিযোগ করেছেন । আশা করি আমরা সঠিক বিচার পাব।

হামলার বিষয়ে অভিযুক্তদের একজন তানজিবুর শুভ বলেন আমরা ম্যানেজিং কমিটির নির্বাচনে পরাজিত প্রার্থী মোস্তাফিজুর রহমানের পক্ষে কাজ করেছিলাম। কিন্তু স্বপন কুমার সাহা যারা মোস্তাফিজুর রহমানের পক্ষে কাজ করছে তাদের নিয়ে মানহানিকর কথা বলেছে । এই নিয়ে কথা কাটাকাটি হয়। এর বেশি কিছু না।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে বুড়িচং থানার অফিসার ইনচার্জ আবুল হাসানাত খন্দকার এই প্রতিবেদককে বলেন, অভিযোগ হলে আপনি কি করবেন।

এ দিকে, বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে ছাত্রছাত্রী শিক্ষক কর্মচারীরা।