মঙ্গল্বার ১৪ জানুয়ারী ২০২৫
Space Advertisement
Space For advertisement
  • প্রচ্ছদ » sub lead 1 » ‘ঈদে তিন ধরনের সড়ক ব্যবস্থাপনা নিয়ে মাঠে থাকবে পুুলিশ’


‘ঈদে তিন ধরনের সড়ক ব্যবস্থাপনা নিয়ে মাঠে থাকবে পুুলিশ’


আমাদের কুমিল্লা .কম :
08.04.2024

রুবেল মজুমদার ।। হাইওয়ে পুলিশ প্রধান অতিরিক্ত আইজিপি মো. শাহাবুদ্দিন খান বলেছেন, ‘ঈদ ঘিরে মহাসড়কে তিন স্তরের ব্যবস্থাপনা থাকবে। ঈদের আগে, ঈদের দিন এবং ঈদের পরে হাইওয়ে পুলিশ তিন ধরনের সড়ক ব্যবস্থাপনা নিয়ে মাঠে থাকবে। এর বিশেষ কারণ রয়েছে। ঈদের আগে সবাই দু-একদিনের মধ্যেই বাড়িতে ফেরেন। ফেরার সময় কিন্তু এমনটা হয় না। অনেকেই ধীরে ধীরে শহরে ফেরেন। এ সময় ফাঁকা সড়কে অনেকে অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর চেষ্টা করে এবং দুর্ঘটনার পরিমাণ ঈদের পরেই বেড়ে যায়।’
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঘরমুখো মানুষের ঈদযাত্রার সার্বিক অবস্থা পরিদর্শন শেষে এসব কথা বলেন হাইওয়ে পুলিশ প্রধান। রোববার (৭ এপ্রিল) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার আলেখারচর ট্রাফিক পুলিশ বক্সের সামনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সার্বক্ষণিক পর্যবেক্ষণে আছে উল্লেখ করে হাইওয়ে পুলিশের প্রধান বলেন, ‘এই মহাসড়কে এক হাজার ৪২৭টি সিসি ক্যামেরা রয়েছে। আমরা এখনও উদ্বোধন করতে পারিনি, কিন্তু আমরা এর সুবিধা ভোগ করতে পারছি। প্রতিটি হাইওয়ে পুলিশ সদস্যকে বডি ওন ক্যামেরার আয়তায় আনা হয়েছে। এতে জবাবদিহিতা নিশ্চিত হয়েছে।’
এ সময় উপস্থিত ছিলেন– কুমিল্লা জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান এবং হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের অতিরিক্ত ডিআইজি মো. খাইরুল আলমসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।