বৃহস্পতিবার ২৮ gvP© ২০২৪
Space Advertisement
Space For advertisement


অনলাইন সাংস্কৃতিক প্রতিযোগিতায় আদ্রিতার পুরস্কার লাভ


আমাদের কুমিল্লা .কম :
27.08.2021

আবু হানিফ:

কুমিল্লা এথনিকা ইংলিশ ভার্শন স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ফাবিয়া সারা হামিদ আদ্রিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে অনলাইন সাংস্কৃতিক প্রতিযোগিতায় জেলা পর্যায় কুইজ পর্বে অংশ গ্রহণ করে পুরষ্কার লাভ করেন। গতকাল কুমিল্লা জেলা প্রশাসকের অডিটোরিয়ামে অনুষ্ঠিত পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক মো: কামরুল হাসান থেকে আদ্রিতা পুরষ্কার ও সনদ গ্রহণ করেন। আদ্রিতা এথনিকা ইংলিশ ভার্শন স্কুল থেকে এস এস সি পরিক্ষায় গোল্ডেন জিপি এ ফাইভ লাভ করে। এছাড়াও বৃটিশ কাউন্সিলে ইংরেজির উপর চ্যাম্পিয়ান হওয়ায় বৃটিশ কাউন্সিল তাকে ল্যাপটপ প্রদান করে। আদ্রিতার এই সাফল্যের পিছনে তার বাবা মা এবং শিক্ষকদের অবদান রয়েছে বলে সে স্বীকার করে। তার বাবা মো: আব্দুল হামিদ আইন পেশায় একজন সুনামধন্য এডভোকেট এবং দুদকের স্েেপশাল পিপি, মা সায়মা চৌধুরী কুমিল্লা এথনিকা স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক হিসেবে কর্মরত আছেন। ভবিষ্যতে আদ্রিতা একজন প্রকৌশলী হয়ে দেশ মাতৃকার সেবায় আত্বনিয়োগ করতে চায়। সে সকলের নিকট দোয়া প্রার্থী।