নিজস্ব প্রতিবেদক ।। কুমিল্লায় অসহায় পরিবারের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করেছেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহার। গতকাল রবিবার (২১ জানুয়ারি) দুপুরে কুমিল্লা মহানগর আওয়ামী লীগ কার্যলয়ের শেখ ফজিলাতুন্নেছা মুজিব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ৬১ জন অসহায় পরিবারের সদস্যের মাঝে ঐচ্ছিক তহবিলের আর্থিক অনুদানের দুই লাখ পঞ্চাশ হাজার টাকার চেক তুলে দেন তিনি।
কুমিল্লা আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান এড মো আমিনুল ইসলাম টুটুলের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আদর্শ সদর উপজেলা নির্বাহী অফিসার রোমেন শর্মা, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আবুল বাসার, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান তারিকুর রহমান জুয়েল, মহানগর আওয়ামী লীগের সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক এনামুল হক এনাম, আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহাম্মদ নিয়াজ পাবেল প্রমুখ।
এসময় এমপি বাহার বলেন, আমাদের সকল কর্মকাণ্ডের মুলে রয়েছেন জাতির পিতার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার অনুদান আমরা মানুষের কাছে পৌঁছে দিচ্ছি। শেখ হাসিনা জন্য সবাই দোয়া করবেন। শেখ হাসিনা ভালো থাকলে দেশ ও জাতি ভালো থাকবে। অনেক চক্রান্ত চলছে শেখ হাসিনার বিরুদ্ধে। শেখ হাসিনা ক্ষমতায় আসার আগে অসহায় মানুষ এভাবে সহায়তা পাননি। শেখ হাসিনা অসহায় মানুষের পাশে রয়েছেন। শেখ হাসিনা ক্ষমতায় থাকলে অসহায় মানুষের ভাগ্যের পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন যেন কুমিল্লার মানুষের জন্য কাজ করতে পারি।