রবিবার ১৯ †g ২০২৪
Space Advertisement
Space For advertisement
  • প্রচ্ছদ » sub lead 3 » কুমিল্লা নগরীর অলিতে-গলিতে ছিনতাইকারীদের দৌরাত্ম্য


কুমিল্লা নগরীর অলিতে-গলিতে ছিনতাইকারীদের দৌরাত্ম্য


আমাদের কুমিল্লা .কম :
13.04.2017

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা মহানগরীর অলিতে-গলিতে ওত পেতে থাকে ছিনতাইকারী চক্র। সুযোগ পেলেই একাকি পথচারীকে ধরে আড়ালে নিয়ে গিয়ে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে সর্বস্ব ছিনিয়ে নিয়ে চম্পট দেয়। গত বেশ কয়েকদিন ধরে ছিনতাইকারীদের শিকার হয়েছেন অনেকেই। পুলিশের কাছে জানিয়ে ফল না হওয়াতে দিন দিন বেড়ে চলছে ছিনতাইয়ের ঘটনা। এর আগে দৈনিক আমাদের কুমিল্লায় নগরীর ছিনতাইকারীদের নিয়ে একাধিকবার সংবাদ, মন্তব্য প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। কিন্তু দৃশ্যমান কোন অগ্রগতি না হওয়ায় ক্রমান্বয়ে বেপরোয়া হয়ে উঠছে নগরীর ছিনতাইকারীরা।
গত ১২ এপ্রিল বুধবার রাতে ছিনতাইয়ের ঘটনার প্রত্যক্ষদর্শী একটি বেসরকারী প্রতিষ্ঠানে কর্মরত  রাশেদ  ও নুর মোহাম্মদ  নামে দু’জন যুবক জানান, তারা বাগিচাগাঁও এলাকা থেকে জরুরি কাজে কান্দিরপাড় যাওয়ার সময় বাদুড়তলা নবাব ফয়জুন্নেসা বালিকা স্কুল সংলগ্ন  সড়কের ওপরে খালি গায়ে তিন জন যুবককে দাঁড়িয়ে থাকতে দেখে। পরে এ দলের সাথে মটরবাইক আরোহী আরেকজন যুবক যোগ দেয়। এ সময় রাশেদ  ও নুর মোহাম্মদ   বাইসাইকেলে থাকায় ছিনতাইকারী দলের সদস্যরা তাদেরকে থামতে বলে। এ সময় দ্রুত বাইসাইকেলে চালিয়ে অনেকটা দূরে চলে যায়। দূর থেকে তারা দেখতে পান ,  আরো দু’জন যুবককে ধরে ফেলে ছিনতাইকারী চক্রের সদস্যরা। পরে দুজন যুবককে ছিনতাইকারীরা ফয়জুন্নেসা স্কুলের যাওয়ার প্রবেশ মুখে নিয়ে গিয়ে তাদের সাথে থাকা নগদ অর্থ ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। একই রাতে আরো সাত-আটজন থেকে ছিনতাইকারীরা সবর্স্ব লুটে নিয়ে যায় বলে জানা যায়। একই স্থান হতে গত ৫ থেকে ৬  মাস পূর্বে দুজন সংবাদকর্মী ছিনতাইকারীদের কবলে পড়ে সর্বস্ব হারিয়েছেন। ওই ঘটনায় পুলিশকে জানালেও তারা কোন ছিনতাইকারীদের আটক করতে পারেনি।
এদিকে নগরীর রানীর বাজার-বাগিচাগাঁও রোড, পুলিশ লাইন-বাগিচাগাঁও রোড, নজরুল এভিনিউ-ঠাকুরপাড়া রোড, সংরাইশ,মুরাদপুর,ধর্মপুর,অশোকতলাসহ আরো বিভিন্ন এলাকায় প্রায়ই ছিনতাইয়ের ঘটনা ঘটে চলছে ।
এ বিষয়ে কুমিল্লা  কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মো:আবদুস ছালাম মিয়া জানান, ছিনতাইয়ের ঘটনা ঘটলে সবার উচিত পুলিশকে জানানো। তবে ফয়জুন্নেসা স্কুলের কাছে ছিনতাইয়ের ঘটনা নিয়ে কেউ কোন অভিযোগ করেনি। তবুও এখন যেহেতু জানতে পেরেছি অবশ্যই এ বিষয়টি খতিয়ে দেখা হবে।