রবিবার ১৯ †g ২০২৪
Space Advertisement
Space For advertisement
  • প্রচ্ছদ » sub lead 3 » কুমিল্লা জেলা পোল্ট্রি ডিলার এসোসিয়েশনের মানববন্ধন বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান


কুমিল্লা জেলা পোল্ট্রি ডিলার এসোসিয়েশনের মানববন্ধন বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান


আমাদের কুমিল্লা .কম :
13.04.2017

সৌরভ মাহমুদ হারুন ।। বৃহস্পতিবার কুমিল্লা জেলা পোল্ট্রি ডিলার এসোসিয়েশনের উদ্যোগে বয়লার-লেয়ার সোনালী মুরগির বাচ্চার অতিরিক্ত মূল্য পরিহার করে ন্যায্য মূল্যের এবং ‘খামারি বাঁচাও, দেশ বাচাঁও, বয়লার-লেয়ারের দাম কমাও’ এর দাবিতে কুমিল্লা মহানগরীর টাউন হল গেইটে এক বিশাল মানব বন্ধন কর্মসূচি পালন করে। পরে পোল্ট্রি ডিলার এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব মো: আব্দুল খালেক ভূঁইয়ার নেতৃত্বে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে এক বিক্ষোভ মিছিল মহানগরীর কান্দিরপাড় থেকে জেলা প্রশাসককের কার্যালয়ের সামনে গিয়ে সমাপ্ত হয়।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা পোল্ট্রি ডিলার এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব মো: আব্দুল খালেক ভূঁইয়া, সাধারণ সম্পাদক মো: সাদেকুর রহমান ভূঁইয়া, খামারি মো: জামাল হোসেন ভূঁইয়া (ভূশ্চি দক্ষিণ বাজার), খামারি মো: দেলোয়ার হোসেন (পারুয়ারা), খামারি মো: মোবারক হোসেন (বুড়িচং), ইকবাল হোসেন, কবির হোসেন মজুমদার, মনির হোসেন ভূঁইয়া (বুড়িচং), আবুল কালাম আজাদ (টাকই), মো: ফারুক আহমেদ (বুড়িচং), খামারি মো: রবিউল হোসেন, খামারি মো: আবু তাহের (বরুড়া), জাহাঙ্গীর আলম মজুমদার (চৌদ্দগ্রাম), মো: শরিফ মজুমদার, মো: আবুল হাশেম, মো: আব্দুল ওয়াদুদ, খামারি সোহেল রানা, সরাফত উল্ল্যা (ভূশ্চি), আবু ইউসুফ মজুমদার, ত্রিমন মিত্র (বুড়িচং), রফিকুল ইসলাম, শাহাদাত হোসেন প্রমুখ।
মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে ‘খামারি বাঁচাও, দেশ বাঁচাও’ এবং বয়লার-লেয়ারের দাম কমানোর দাবি-দাওয়া সম্মলিত একটি স্মারকলিপি কুমিল্লা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর প্রদান করেন।