বুধবার ২২ †g ২০২৪
Space Advertisement
Space For advertisement
  • প্রচ্ছদ » sub lead 2 » মোবাইল ফোন সাথে শিক্ষককে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি


মোবাইল ফোন সাথে শিক্ষককে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি


আমাদের কুমিল্লা .কম :
04.11.2019

ফারুক আহাম্মদ, ব্রাহ্মণপাড়া: কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার কেন্দ্রে জেডিসি পরীক্ষা চলাকালিন মোবাইল ফোন সাথে রাখার অপরাধে এক শিক্ষককে সকল পরীক্ষা থেকে অব্যাহতি দিয়েছেন উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী। জানা যায়, রবিবার জেডিসি পরীক্ষার ২য় দিনে সাহেবাবাদ মাদ্রাসা কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাফর সাদিক চৌধুরী। এসময় ওই কেন্দ্রে আকাইদ ও ফিকহ পরীক্ষা চলছিল। কেন্দ্রের একটি কক্ষে দায়িত্ব পালন করছিলেন নাগাইশ ফয়েজিয়া রাজ্জাকিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মো: ফারুক আহাম্মদ। পরীক্ষা চলাকালীন তার পকেটে মোবাইল ফোন দেখতে পেয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাৎক্ষনিক তাকে পরীক্ষা হল থেকে বাইরে যাওয়ার নির্দেশ দেন এবং বাকী সকল পরীক্ষা থেকে অব্যাহতি প্রদান করে ব্যবস্থা নিতে পরীক্ষার হল সুপার অধ্যক্ষ মাওলানা আবদুর রহমানকে নির্দেশ প্রদান করেন।