মঙ্গল্বার ৩০ GwcÖj ২০২৪
Space Advertisement
Space For advertisement


বাংলাদেশের খেলা কখন কোথায় দেখবেন


আমাদের কুমিল্লা .কম :
24.03.2017

স্বাগতিক শ্রীলঙ্কা ও সফরকারী বাংলাদেশ দলের মধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে শনিবার। দুই দলের টেস্ট সিরিজ ১-১ এ ড্র হওয়ার পর ওয়ানডে সিরিজ দিচ্ছে রোমাঞ্চের বার্তা। যদিও পরিসংখ্যান কথা বলবে স্বাগতিকদের পক্ষে। দুই দলের আগের ৩৮ বারের মুখোমুখি দেখায় ৩৩ ম্যাচেই জয় লঙ্কানদের। বাংলাদেশের জয় ৪টিতে। একটি ম্যাচ পরিত্যাক্ত হয়। তবে পরিসংখ্যান যাই বলুক সময়ের পরিক্রমায় দুই দলের ব্যবধান কমে এসছে অনেক। গলে প্রথম টেস্টে হারের পর কলম্বোয় বাংলাদেশের ঘুরে দাঁড়ানোটা তারই প্রমাণ। শ্রীলঙ্কার মাটিতে দুই দলের সর্বশেষ ওয়ানডেতে জয়টা আবার বাংলাদেশেরেই। প্রথম ওয়ানডে সিরিজ শুরুর আগে দেখে নেয়া যাক, ম্যাচটি কখন, কোথায় সহ আরো অনেক কিছু।

কখন : শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ, ১ম ওয়ানডে, ২৫ মার্চ। স্থানীয় সময় দুপুর ২-৩০ মিনিট, বাংলাদেশ সময় দুপুর ৩টা।

কোথায় : রানগিরি ডাম্বুলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম (শ্রীলঙ্কার রাজধানী কলম্বো থেকে ১৭৫ কিলোমিটার উত্তরে)।

কেমন হতে পারে আবহাওয়া : রৌদ্রজ্জল। ডাম্বুলা শ্রীলঙ্কার শুস্কতম শহর।

খেলা দেখাবে যে চ্যানেল : চ্যানেল নাইন, টেন ওয়ান এইচডি, টেন থ্রি

দলের খবর :

শ্রীলঙ্কা : হ্যামস্ট্রিং ইনজুরিতে প্রথম দুই ওয়ানডে থেকে ছিটকে পড়েছেন উইকেটকিপার ব্যাটসম্যান কুশল পেরেরা। তার পরিবর্তে দলে ডাক পেয়েছেন অলরাউন্ডার মিলিন্দা সিরিওয়ার্দানে।

বাংলাদেশ : টেস্ট সিরিজ শেষ করেই দেশে ফিরে এসছিলেন মেহেদি হাসান মিরাজ। কিন্তু ওয়ানডে সিরিজে ফের ডাকা হয়েছে তাকে। দ্বিতীয় টেস্টের স্কোয়াড় থেকে বাদ পড়া মিডল অর্ডার ব্যাটসম্যান মাহমুদউল্লাহ রিয়াদও ফিরেছেন ওয়ানডে দলে।

স্কোয়াড :

শ্রীলঙ্কার ১৫ সদস্যের দল: উপুল থারাঙ্গা (অধিনায়ক), নিরোশান ডিকভেলা, ধনঞ্জয় ডি সিলভা, কুশল মেন্ডিস, আসেলা গুনারত্নে, দিনেশ চান্দিমাল, মিলিন্দা সিরিওয়ার্দানে, ধানুশকা গুনারত্নে, সুরাঙ্গা লাকমল, লাহিরু কুমারা, ভিকুম সঞ্জয় বান্দারা, থিসারা পেরেরা, সাচিথ পাথিরানা, সেকুগে প্রসন্নে ও লাকসান সান্দাকান।

বাংলাদেশের ১৭ সদস্যের দল : তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস. মুশফিকুর রহীম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন সৈকত, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, শুভাশীষ রায়, সানজামুল ইসলাম, শুভাগত হোম চৌধুরী, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ।