শামছুল আলম রাজন ।। কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্যসচিব মো. মোখলেস উর রহমান। গতকাল মঙ্গলবার সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে একথা জানান। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেন, আমরা সারা দেশের ম্যাপ দেখে কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ করেছি। সরকার যদি মনে করে, ১০টি বিভাগ করে দেবে। জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরীসহ কমিশনের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।
মোখলেস উর রহমান বলেন, এই দুটি বিভাগ করতে গেলে দুই একটা জেলা এই বিভাগ থেকে ওই বিভাগের দিতে হবে। সেটা আমরা ম্যাপ করে দিয়েছি। একটি ম্যাপ দেখলেই বুঝা যাবে সামনে দশটি বিভাগ, কোন জেলাকে কোন জায়গায় দেওয়া হয়েছে। সব বিভাগকে টাচ করা হয়নি। এখানে ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রামকে টাচ করা হয়েছে, যাতে কুমিল্লা, ফরিদপুর ও ময়মনসিংহ সেরকম হয়। আমরা দিয়েছি সরকার যদি মনে করে দশটা বিভাগ করবে, ফাইন।
তিনি আরও বলেন, জনগণের আবেদনের প্রেক্ষিতে আরও অনেক এমন সুপারিশ করেছি। আমরা গুগলে ক্লাস্টার করেছি একই বিষয় কত হাজার মানুষ সাপোর্ট করেছে, কত হাজার লোক চাহিদা দিয়েছে।
সূত্র বলছে, কুমিল্লা নামেই বিভাগ করার সুপারিশ করা হয়েছে। খুব দ্রুতই তা বাস্তবায়ন করা হবে।
এর আগে ২০১৫ সালের ২৬ জানুয়ারি মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে চট্টগ্রাম বিভাগকে ভেঙে কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল নিয়ে পৃথক বিভাগ করা যায় কি না এ নিয়ে শেখ হাসিনা পরীক্ষা-নিরীক্ষার নির্দেশনা দেন। পরে বৃহত্তর ফরিদপুরের পাঁচটি জেলা নিয়ে পদ্মা এবং বৃহত্তর কুমিল্লার তিনটি ও নোয়াখালীর তিনটি করে মোট ছয়টি জেলা নিয়ে মেঘনা বিভাগ করার বিষয়টি চূড়ান্ত করা হলেও তা বাস্তবায়ন করা যায়নি।
এরপর ২০১৭ সালের ১৪ ফেব্রুয়ারি একনেকের সভায় প্রস্তাবিত কুমিল্লা বিভাগের নাম ময়নামতি হবে বলে জানান শেখ হাসিনা। এ খবর ছড়িয়ে পড়লে কুমিল্লার মানুষ ক্ষুব্ধ ও হতাশ হয়। তাৎক্ষণিক বিভিন্ন শ্রেণি পেশার লোকজন প্রতিবাদ বিক্ষোভ ও মানববন্ধন করতে রাস্তায় নেমে আসে। পরে করোনা মহামারীর সময় অর্থ সংকটের কথা বলে কুমিল্লা বিভাগের বিষয়টি চাপা পড়ে।
এদিকে , শেখ হাসিনা সরকার পতনের পর গত ১৮ আগস্ট দৈনিক আমাদের কুমিল্লায় এক সাক্ষাতকারে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ও সাবেক এমপি হাজী আমিন উর রশীদ ইয়াছিন বলেছিলেন, যদি কুমিল্লায় বিভাগ দিতে হয় তাহলে কুমিল্লা নামেই বিভাগ দিতে হবে। এর কোন বিকল্প নেই।
এরপর ৩১ আগস্ট কুমিল্লার লালমাই, নাঙ্গলকোট ও সদর দক্ষিণ উপজেলা এলাকায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে জানান, কোনো নদীর নামে নয়, বিএনপি ক্ষমতায় গেলে কুমিল্লা নামেই বিভাগ।
গত ৩০ নভেম্বর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, শেখ হাসিনা কুমিল্লা নামে বিভাগ হবে না বলে ঘোষণা দিয়েছিলেন। কিন্তু কুমিল্লা নামেই বিভাগ ঘোষণা করা হবে। আমরা তা দ্রুত বাস্তবায়ন করবো। এ বিষয়ে কাজ চলছে। মুরাদনগর ডিআর উচ্চ বিদ্যালয় মাঠে এক সংবর্ধনা অনুষ্ঠানে উপদেষ্টা আসিফ এ কথা বলেন ।
সর্বশেষ বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান কুমিল্লা বিভাগ হওয়ার পক্ষে মত দেন। গত ৬ ডিসেম্বর সকালে কুমিল্লা টাউন হল মাঠে কুমিল্লা মহানগর জামায়াত ইসলামীর কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আপনারা বিভাগ পাইলেন না, এটা আপনাদের কপালের দোষ, কারণ আপনাদের জেলার নাম কুমিল্লা। কুমিল্লা জেলাটা কি আমাজন জঙ্গল থেকে এখানে এসে পড়েছে? এটা কি বাংলাদেশের অংশ নয়? মহান মুক্তিযুদ্ধে কুমিল্লার কি কোনো ভূমিকা নাই? যদি থাকে তাহলে কুমিল্লা নামে বিভাগ দিতে অসুবিধা কোথায়? কেন সেটা আটকে রেখেছিলেন? শেখ মুজিবুর রহমান সাহেব দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তার সুকীর্তি অথবা অন্যকিছু সেটার মূল্যায়ন জনগণ করেছে, জনগণ করবে, করতে থাকুক। কিন্তু আপনি ওই জায়গার জের ধরে কুমিল্লা বিভাগ দেবেন না! একটা জেলাকে তার নাম ধরে অপমানিত করবেন, আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারেন না।
তিনি বলেন, আমরা বর্তমান সরকারকে অনুরোধ করব তার (কুমিল্লা বিভাগের) তো সবকিছুই রেডি আছে। আপনারা মেহেরবানি করে তাদের এই হকটাকে দিয়ে দেন।
কুমিল্লাকে বিভাগ করার সুপারিশ করায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্য সচিব মো. মোখলেস উর রহমানকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লা জেলার সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের কুমিল্লার ভারপ্রাপ্ত সম্পাদক শাহাজাদা এমরান বলেন, কুমিল্লা দেশের একটি প্রাচীন জেলাগুলোর মধ্যে অন্যতম এবং ইতিহাস ও ঐতিহ্যের ধারক বাহক হলো কুমিল্লা। সুতরাং কুমিল্লা নামে বিভাগ হবে এটাই স্বাভাবিক। যেহেতু এর আগে দেশের ৮টি জেলার নামেই বিভাগ হয়েছে। গত সরকারের সাবেক প্রধানমন্ত্রী শুধুমাত্র ব্যক্তিগত ঈর্শাপরায়ন থেকে ও কুমিল্লাবাসীকে অপমান করার জন্যই কুমিল্লাবাসীর প্রানের দাবিকে পদদলিত করার অপচেষ্টা করেছিল। কিন্তু কুমিল্লার মানুষ সেটি মেনে নেয়নি। আমরা তখনও বলেছি এবং এখনো বলছি বিভাগ হতে হলে কুমিল্লা নামেই হবে। ইনশাআল্লাহ্ হবেও তাই।