শুক্রবার ৭ ফেব্রুয়ারী ২০২৫
Space Advertisement
Space For advertisement


যুবদলের নেতাকে হত্যার উদ্দেশ্য গুপ্ত হামলা


আমাদের কুমিল্লা .কম :
29.10.2024

সুজন মজুমদার ।। কুমিল্লার বরুড়া পৌরসভার জাতীয়তাবাদী যুবদলের সভাপতি মাছুম ভূঁইয়া মাসুদ (৩৫) কে সোমবার (২৮ অক্টোবর) রাত আনুমানিক পৌনে এগারোটায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর পিছনের সড়কের উপরে চোরাগোপ্তা হামল করে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
পারিবারিক সূত্রে জানা যায়, বরুড়া বাজার থেকে বাসায় যাওয়ার পথে হসপিটালের পেছনে অন্ধকারাচ্ছন্ন জায়গায় গেলে পিছন দিয়ে কে বা কারা মাথায় জখম করে পালিয়ে যায়। আহত অবস্থায় তিনি কোন রকমভাবে হসপিটালে জরুরি বিভাগে ভর্তি হোন।
আজ (২৯ অক্টোবর) মঙ্গলবার বিষয়টি জানাজানি হলে পৌর যুবদলের শতাধিক নেতাকর্মী তাকে দেখতে হাসপাতালে ভিড় জমায় এবং তার চিকিৎসার খুঁজ খবর নেন এবং দোষীদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে জোর দাবী জানান।
বরুড়া থানা ওসি নাজমুল হক বলেন, আপনার মাধ্যমে এই বিষয় জানতে পারলাম। আমাদের কাছে অভিযোগ করলে আমরা তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নিবো।