শনিবার ৮ ফেব্রুয়ারী ২০২৫
Space Advertisement
Space For advertisement


লাকসামে মাটিকাটা নিয়ে সংঘর্ষে বৃদ্ধ নিহত


আমাদের কুমিল্লা .কম :
27.10.2024

লাকসাম প্রতিনিধি ।। কুমিল্লার লাকসামে রাস্তার মাটি কাটার সময় প্রতিবেশীর সাথে সংঘর্ষে এক বৃদ্ধ নিহত হয়েছেন। রোববার জেলার লাকসাম উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের আমুদা গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মো. শহিদুল্লাহ সরু (৬০)। তিনি আমুদা গ্রামের সৈয়দ আহম্মদের ছেলে। এঘটনায় অভিযুক্ত প্রতিবেশি শহিদ উল্লাহ ও তার ছেলে তাজুল ইসলামকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, নিহত শহিদুল্লাহ সরু তার বাড়ির রাস্তার পাশের জমি থেকে মাটি কেটে রাস্তা মেরামতের কাজ করছিলেন। রোববার সকাল ১০ টার দিকে মাটি কাটা অবস্থায় শহিদ উল্লাহ নামের তার প্রতিবেশী এসে তার জমি থেকে মাটি কাটতে বাধা দেন। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। পরে প্রতিবেশী শহিদুল্লাহ তার ছেলে তাজুল ইসলামসহ বাড়ির লোকেদের ডেকে আনেন। এসময় শহিদ উল্লাহ, তার ছেলে ও অন্যান্যদের সঙ্গ নিহত শহিদুল্লাহর সংঘর্ষ বাধে। সংঘর্ষের একপর্যায়ে এলোপাতাড়ি কিল, ঘুষি ও লাথিতে মাটিতে লুটিয়ে পড়ে শহিদুল্লাহ। পরে হাসপাতালে নিয়ে গেলে তাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা বলেন, আমরা নিহত শহিদুল্লাহর লাশ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। এই বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন আছে। জড়িতদের দুজনকে আটক করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।