স্টাফ রিপোর্টার ।। চার দফা দাবিতে দেশব্যাপী ম্যাটস শিক্ষার্থীদের অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন ও ছাত্র ধর্মঘট অব্যাহত রাখার ঘোষণা দিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন কুমিল্লা ম্যাটস শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার সকালে কুমিল্লার সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের ব্যানারে ওই কর্মসূচি পালন করেন তারা।
কুমিল্লা ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের সমন্বয়ক মো. সাইফুল ইসলাম সোহাগের সভাপতিত্বে চার দফা দাবি আদায়ের লক্ষে কুমিল্লা নগরীর হাউজিং স্টেট গোলমার্কেট সড়কে ম্যাটস এর সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, অবিলম্বে চার দফা দাবি মেনে নেবার জন্য অন্তবর্তীকালীন সরকারের নিকট জোর দাবী জানান। অন্যথায় আরো বড় ধরনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে ওই মানববন্ধন থেকে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক -পার্থ দাশ, সাংগঠনিক সম্পাদক আহমেদ আবদুল্লাহ জাবেদ (কাউসার), দপ্তর সম্পাদক সাখাওয়াত হোসেন সজিব, ক্যাম্পাস প্রতিনিধি মো: ফরহাদুল ইসলাম ফরহাদ প্রমুখ।