
চান্দিনা প্রতিনিধি।। দীর্ঘ ১৭ বছর পর প্রকাশ্যে রুকন সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা জেলা উত্তর। শনিবার (২ নভেম্বর) সকালে চান্দিনা পৌর কমিউনিটি সেন্টারে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি ও কুমিল্লা নোয়াখালী অঞ্চল পরিচালক মাওলানা এটিএম মাসুম।
কুমিল্লা উত্তর জেলা আমীর অধ্যাপক আব্দুল মতিনের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি সাইফুল ইসলাম শহিদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরী জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদ।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলের টিম সদস্য মাওলানা আব্দুস সাত্তার। আরো বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ড. মোবারক হোসাইন। এছাড়াও অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন, জেলা নায়েবে আমীর অধ্যাপক আলমগীর সরকার, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক লোকমান হাকিম ভূঁইয়া প্রমূখ।
দীর্ঘদিন পর প্রকাশ্যে সম্মেলন হওয়ায় জামায়াত নেতাকর্মীদের উৎসব আমেজ লক্ষ করা গিয়েছে।