মঙ্গল্বার ১৪ জানুয়ারী ২০২৫
Space Advertisement
Space For advertisement
  • প্রচ্ছদ » sub lead 2 » দক্ষিণের জনগণ নিয়ে যেদিন বসে পড়বো, সেদিন হিসাব দেওয়ার সময় থাকবে না – মনিরুল হক চৌধুরী


দক্ষিণের জনগণ নিয়ে যেদিন বসে পড়বো, সেদিন হিসাব দেওয়ার সময় থাকবে না – মনিরুল হক চৌধুরী


আমাদের কুমিল্লা .কম :
11.11.2024

জাহিদ হাসান নাইম।। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক এমপি মনিরুল হক চৌধুরী বলেছেন, পদুয়ার বাজার বিশ্বরোডে অর্ধেক রেলওয়ে ওভারপাসের কারণে অপরিকল্পিত ইউটার্ন করায় সেটা কুমিল্লা দক্ষিণের মানুষের জন্য মরণ ফাঁদ তৈরী করেছে। অবিলম্বে কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোডে আন্ডার পাস তৈরি করতে হবে। সড়ক বিভাগের লোকদের বলতে চাই, যদি প্রজেক্ট হয় তাহলে আমাদেরকে জানান আমরা সেখানে এগিয়ে আসবো। আমাদেরকে পদুয়ার বাজার বিশ্বরোডে একটি আন্ডার পাস করে দিন। টাকা আপনাদের না থাকলে আমরা ভিক্ষা করে হলেও টাকা জোগাড় করব৷ আর যদি কোন কিছু না করেন তাহলে আমি বলে দিতে চাই, আমার দক্ষিণের জনগণ নিয়ে যেদিন আমি বসে পরবো সেদিন হিসাব দেওয়ার সময় থাকবে না আপনাদের।
সোমবার (১১ নভেম্বর) সকালে কুমিল্লা নগরীর শাকতলা এলাকায় সড়ক ভবনের সামনে কুমিল্লা পদুয়ার বাজার রেলওভারপাস লুণ্ঠনের কারণে সৃষ্ট পৃথিবীর জঘন্যতম মরণফাঁদ পদুয়ার বাজার, ঝাগুরজুলি, কোটবাড়ী, মাটিয়ারা কমলাপুর, সূয়াগঞ্জ, নালবাগ এবং জেলখানাবাড়ীতে রেল ও সড়ক আন্ডারপাস নির্মাণ ও সরকারি-বেসরকারি লুটেরাদের গণহত্যার দায়ে আইনের আওতায় আনার ৯ দফা বাস্তবায়নের দাবীতে গণ অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি।
এ সময় মনিরুল হক চৌধুরী আরো বলেন, সরকারি দল হোক বা বিরোধী দলীয় দল হোক, যাদের রাজনীতির নামে ব্যবসা, এমপি হওয়ার আশায় এসেছে- তাদেরকে এই এলাকার মানুষের তরফ থেকে জানিয়ে দাও কি অন্যায় করেছিল কুমিল্লা দক্ষিণের মানুষেরা। ৭ হাজার কোটি টাকা খরচ হলো, কিন্তু কেন একটি আন্ডারপাস হলো না। পৃথিবীর কোথাও এমন ট্রাফিক সিস্টেম নেই। বেলতলী আন্ডারপাস তৈরি হলে পূবালী চত্বর থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে যেতে পাঁচ থেকে সাত মিনিট সময় লাগবে। তখন কুমিল্লাটা কোটবাড়ি পর্যন্ত পৌঁছে যাবে। আমার মতে, সমগ্র কুমিল্লা একটি সড়কের আওতায় আসলে, একটি সমৃদ্ধ কুমিল্লা হবে।
এসময়, অবস্থান কর্মসূচিতে কুমিল্লা দক্ষিণ জেলা কৃষক সমবায় ঐক্য পরিষদের সভাপতি এডভোকেট আকতার হোসাইন, সদর দক্ষিণ উপজেলা বিএনপি সদস্য সচিব ওমর ফারুক চৌধুরী, বিএনপি নেতা শাহআলম মজুমদার, কাউন্সিলর কাজী মাহবুবুর রহমানসহ কুমিল্লার দক্ষিণের বিভিন্ন এলাকার জনগণের ব্যাপক উপস্থিতি ছিল৷