মঙ্গল্বার ১৪ জানুয়ারী ২০২৫
Space Advertisement
Space For advertisement
  • প্রচ্ছদ » লিড নিউজ ১ » বরুড়ায় রুটি নিয়ে ঝগড়ার ঘটনায় স্ত্রীকে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে !


বরুড়ায় রুটি নিয়ে ঝগড়ার ঘটনায় স্ত্রীকে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে !


আমাদের কুমিল্লা .কম :
09.01.2025

সুজন মজুমদার ।। কুমিল্লা জেলার বরুড়া উপজেলার আড্ডা ইউনিয়নের বেজিমারা গ্রামের মো আবদুল মান্নানের বিরুদ্ধে রুটি নিয়ে তর্কবিতর্কে স্ত্রী রতনা আক্তারকে হত্যার অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ৬ জানুয়ারি (সোমবার) রাতে স্বামী-স্ত্রীর ভিতরে রুটি নিয়ে তর্ক বিতর্কের এক পর্যায়ে স্বামী মান্নান স্ত্রীর শরীরে প্রচন্ড আঘাত করে। পরবর্তী রতনা আক্তার অসুস্থ হয় পড়ে। ৭ জানুয়ারি (মঙ্গলবার) সকাল ১১টায় সে মারা যায়।
স্থানীয় মেম্বার সুমন মিয়া বলেন, রাতে স্বামী-স্ত্রী মধ্যে ঝগড়াঝাটি ও মারপিট হয়েছে। মারপিটের কারনে স্ত্রী অসুস্থ হয়ে মারা যায়।
রতনা আক্তারের ছোট ভাই মোহাম্মদ হাছান বলেন, আমার বোনকে প্রায় সময় মারধর করতো। সোমবার রাতে আমার বোনকে মেরে রক্তাক্ত করে ফেলে রাখে। বিষয়টি শুনে আমি সারারাত ঘুমাতে পারি নাই। পরবর্তীতে বোন জামাইকে কল করলে সে আমাকে বলে, তুই কে ? এই বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। পরে একাধিকবার কল করি কিন্তু কল রিসিভ করে নাই। সোমবার সকাল ১১টায় বোন মারা গেছে। আমার বোনকে হত্যা করা হয়েছে। আমি সুষ্ঠু তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচার চাই, ফাঁসি চাই।
রতনা আক্তারের তিন ছেলে মেয়ে। একজন প্রবাসে। মেয়ে বিবাহিত এবং ছোট ছেলে বাড়িতে থাকে। এই বিষয়ে রতনা আক্তারের ছেলেমেয়েরা কেউ কথা বলতে রাজি হয়নি। স্বামী আবদুল মান্নান পলাতক থাকায় তার বক্তব্যও নেওয়া সম্ভব হয়নি।
বরুড়া থানা ওসি কাজী নাজমুল হক বলেন, আমরা লাশ থানায় নিয়ে এসেছি । ময়না তদন্তের জন্য গতকাল লাশ মর্গে পাঠানো হয়েছে। তদন্তের সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।