শনিবার ৮ ফেব্রুয়ারী ২০২৫
Space Advertisement
Space For advertisement
  • প্রচ্ছদ » sub lead 1 » চৌদ্দগ্রামে মাছ ধরতে গিয়ে বিদ্যুতপৃষ্ঠে চালকের মৃত্যু


চৌদ্দগ্রামে মাছ ধরতে গিয়ে বিদ্যুতপৃষ্ঠে চালকের মৃত্যু


আমাদের কুমিল্লা .কম :
29.10.2024

চৌদ্দগ্রাম প্রতিনিধি ।। কুমিল্লার চৌদ্দগ্রামে মাছ ধরার জন্য সেচ পাম্প দিয়ে পানি নিষ্কাশনের সময়ে বিদ্যুতপৃষ্ঠ হয়ে আবু তাহের (৫০) নামে এক প্রাইভেট কার চালকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে উপজেলার বাতিসা গ্রামে। তিনি ওই গ্রামের মৃত আবুল খায়েরের ছেলে। তথ্যটি বিকেলে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক সিরাজুল মোস্তফা।
মৃত আবু তাহেরের ছোট ভাই বেলাল হোসেন জানান, মঙ্গলবার সকালে আবু তাহের তার বাড়ির পাশের জলাশয়ে মাছ ধরার জন্য ইলেকট্রিক লাইন লাগিয়ে পাম্প দিয়ে পানি নিষ্কাশন করছিলেন। এরই মধ্যে জলাশয়ের কিছু পানি কমে আসলে সেচ পাম্পটি নিচে নামানোর জন্য চেষ্টা করে। এ সময়ে বিদ্যুত ছিলনা, পরবর্তীতে পাম্পটি পূনরায় চালু করতে চাইলে বিদ্যুত চলে আসায় তারে জড়িয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। তারপরেও আমার ভাইকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্ত্যবরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক সিরাজুল মোস্তফা বলেন, আবু তাহেরকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। বিদ্যুতের শটসার্কিটের আঘাতে তার মৃত্যু হয়েছে।