শনিবার ৮ ফেব্রুয়ারী ২০২৫
Space Advertisement
Space For advertisement
  • প্রচ্ছদ » sub lead 2 » ধর্মীয় সম্প্রীতি বজায় সবাইকে একসাথে কাজ করার আহ্বান – জিওসি মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম ।


ধর্মীয় সম্প্রীতি বজায় সবাইকে একসাথে কাজ করার আহ্বান – জিওসি মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম ।


আমাদের কুমিল্লা .কম :
18.10.2024

এম হাসান।। গতকাল ১৮ অক্টোবর শুক্রবার ২৩ তম দানোত্তম পবিত্র কঠিন চীবর দানোৎসব নব শালবন বৌদ্ধ বিহার ও বিশ্ব শান্তি প্যাগোডা অনালয়ো অনুষ্ঠিত হয়।
আলীশ্বর শান্তি নিকেতন বৌদ্ধ বিহারের উপদেষ্টা শ্রীমত জিনসেন মহাস্থবির এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সেনানিবাস ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কুমিল্লা মোঃ আমিরুল কায়ছার, মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা আন্তর্জাতিক বৌদ্ধ বিহার উপাধ্যক্ষ শ্রীমত সুনন্দপ্রিয় ভিক্ষু ।
শুভ কঠিন চীবর দান সম্পর্কে ব্যাখ্যা প্রদান করেন বরইগাও জ্যোতি:পাল মহাথের বৌদ্ধ মহাবিহার কমপ্লেক্স লাকসামের শ্রীমৎ প্রজ্ঞাশ্রী মহাথের, লাকসাম মজলিশপুর ধর্মাঙ্কুর বৌদ্ধ বিহারের শ্রীমৎ প্রজ্ঞাজোতি মহাথের।
প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা সেনানিবাস ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, ধর্ম মানুষের জন্য। ধর্ম মানুষকে মানুষ হতে শেখায়। সেখানে কোন আইন থাকে না। সেখানে আমাদের ধর্মীয় অনুশাসন কাজ করে। বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবাই শুভেচ্ছা জানাই ।
কুমিল্লার জেলা প্রশাসক আমিরুল কায়সার বলেন, আমরা যে যেই ধর্ম পালন করি । সবাই কিন্তু মানবতার কথা বলি । সব ধর্মের মধ্যে মানবতার কথা বলা হয়েছে। আমরা যেই ধর্মেরই হইনা কেন আমরা সবাই মানবতার কাজ করে যাব ।
ইন্জিনিয়ার স্বপন সিংহ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বৌদ্ধ সম্প্রদায়ের সবাই উপস্থিত ছিলেন শুভ কঠিন চীবর দানোৎসব উদযাপন পরিষদের প্রধান সমন্বয়ক অশোক বড়ুয়া, সভাপতি তপন কুমার সিংহ ও সম্পাদক হীরা লাল বড়ুয়া।
এসময় কুমিল্লা সেনানিবাস ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম কুমিল্লা সেনানিবাসের পক্ষ থেকে দশ লক্ষ টাকা ও বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তর থেকে এক কোটি টাকা প্রদান করা হয়। এবং কুমিল্লা জেলা প্রশাসক আমিরুল কায়সার কঠিন চীবর দানোৎসবে সহায়তা প্রদান করেন।