বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫
Space Advertisement
Space For advertisement


জাঙ্গালিয়া থেকে বাস চুরি করে পালিয়ে যাওয়ার পথে উল্টে গেলো সড়কে


আমাদের কুমিল্লা .কম :
05.03.2025

স্টাফ রিপোর্টার ।। কুমিল্লার জাঙ্গালিয়া বাসস্ট্যান্ড থেকে মিয়ামি এয়ারকনের একটি বাস চুরি করে পালিয়ে যাওয়ার পথে প্রায় ৩৫ কিলোমিটার দূরে গিয়ে সেটি সড়কের পাশে উল্টে পড়ে। এ সময় গাড়ি ফেলে পালিয়ে যায় চোর। সোমবার(৩ মার্চ) দুপুরে কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বারের ভিরাল্লা এলাকায় এ ঘটনা ঘটেছে।
পুলিশ এবং স্থানীয়রা জানান, দুপুর ১২টার দিকে মিয়ামি এয়ারকন বাসটি দ্রুতগতিতে ভিরাল্লা বাসস্ট্যান্ড অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশে উল্টে পড়ে যায়। পরে বাস ফেলে চালকবেশী চোরচক্র পালিয়ে যায়। খবর পেয়ে মিয়ামি এয়াকরন বাস কর্তৃপক্ষ ঘটনাস্থলে আসে।
মিয়ামি এয়ারকন বাসের সুপারভাইজার হৃদয় মিয়া বলেন, জাঙ্গালিয়া বাসস্ট্যান্ডে গত রাতে এ বাসটি ছিল। সকালে বাসস্ট্যান্ডে এসে দেখি বাস নাই। পরে ভাবছি হয়তো ড্রাইভার কোথাও পার্কিং করে রেখেছে। পরে জানতে পারি বাসটি দেবিদ্বারে সড়কে উল্টে পড়ে আছে।
মালিকপক্ষের মো. স্বপন বলেন, গাড়ির চালক জহির মিয়া বাসটিকে জাঙ্গালিয়া বাসস্ট্যান্ডে পার্কিং করে বাসায় চলে যান। ধারণা করা হচ্ছে গাড়ির হেলপার বাসটিকে চুরি করে নিয়ে যাওয়ার সময় বাসটি উল্টে যায়। এর আগে কালিকাপুর এলাকায় একটি সিএনজি ও একটি ট্রাক্টরকে ধাক্কা মেরে ফেলে দিয়ে আসে। তাড়াহুড়ো করে চুরির বাসটি নিয়ে যাওয়ার সময় একাধিক স্থানে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে।
এ ব্যাপারে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বাসটি হাইওয়ে পুলিশ উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।