শুক্রবার ৪ জুলাই ২০২৫
Space Advertisement
Space For advertisement


বরুড়ায় শিক্ষকের মারধরে ছাত্রের মৃত্যুর অভিযোগ


আমাদের কুমিল্লা .কম :
06.08.2022

স্টাফ রিপোর্টার । ।কুমিল্লার বরুড়ায় শিক্ষকের মারধরে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যুর অভিযোগ উঠেছে। ওই ছাত্রের নাম মো. সিহাব। সে উপজেলার ঝলম ইউনিয়নের শশইয়া গ্রামের ডিলার বাড়ির শুকুর আলী ডিলারের ছেলে। সিহাব উপজেলার ঝলম ইউনিয়নের মেড্ডা আল মাতিনিয়া নূরানী মাদ্রাসার ছাত্র। মারধরের কয়েকদিন পর শুক্রবার কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহত সিহাব মাদরাসার ওই শিক্ষক আব্দুর রবের তত্বাবধানে নূরানী শিক্ষা গ্রহণ করছিল।
নিহত সিহাবের ভাবী সাবিকুন নাহার ঝুমুর জানিয়েছেন, সিহাবকে কয়েকদিন আগে মেড্ডা মাদ্রাসার শিক্ষক আব্দুর রব কোন কারণে বেতের আঘাত করেন। এসময় সিহাব অসু¯’ হয়ে পড়লে শিক্ষকরা তাকে ওষুধ এনে খাওয়ান। তাতেও সে সু¯’ না হওয়ায় বৃহস্পতিবার মাদ্রাসা থেকে সিহাবের অসু¯’তার খবর জানানো হয়। আমার শ্বশুর মাদ্রাসায় গিয়ে তাকে বাড়িতে নিয়ে আসেন। সিহাবের অব¯’া খারাপ হওয়ায় শুক্রবার সকালে তাকে বরুড়া উপজেলা স্বা¯’্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। হাসপাতালে নেয়ার আগে দুপুর ১টার সময় সিহাবের মৃত্যু হয়।
অভিযুক্ত শিক্ষক আব্দুর রবের বক্তব্য নেয়ার জন্য মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
মেড্ডা আল মাতিনিয়া নূরানী মাদ্রাসার মুহতামিম (প্রধান) মাওলানা আহমেদ শফি বলেন, আমি তার পরিবারের সাথে কথা বলছি। পরে আপনাদের সাথে কথা হবে। এই কথা বলে তিনি কল কেটে দেন।
ঝলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নরুল ইসলাম বলেন, আমি ¯’ানীয় মেম্বারের কাছে শুনেছি মাদ্রাসার একজন শিক্ষক তাকে প্লেট দিয়ে আঘাত করেছে। মাদ্রাসায় খোঁজ নিয়ে শুনেছি এমন কিছুই, তবে সিরিয়াস কিছু হয়নি। মাদরাসা কমিটির সাথে কথা বলে দেখি কি করা যায়।
বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার মজুমদার বলেন, ঘটনা শুনেছি। এখনও কোন অভিযোগ পাইনি। ঘটনা¯’লে গিয়ে বিস্তারিত জানাতে পারবো।