তৈয়বুর রহমান সোহেল ।। মানুষকে ভালোবাসার পুরস্কার পেয়েছেন সাংবাদিক আবুল হাসনাত বাবুল ও পরিবেশবিদ মতিন সৈকত। আবুল হাসনাত বাবুল পায়ে হেঁটে হেঁটে প্রায় অর্ধশতক বছর ধরে কুমিল্লায় সাংবাদিকতা করে গেছেন। এখনও একটি সাপ্তাহিকের সম্পাদনা করছেন। পরিবেশবিদ মতিন সৈকত আহত পাখির প্রাণ বাঁচাতে কাজ করেন, নদী বাঁচাতে আন্দোলন করেন। তারা আমাদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবেন।
শনিবার কুমিল্লা টাউনহল মুক্তিযোদ্ধা কর্নারে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কুমিল্লা আয়োজিত এ দুইজন গুণী ব্যক্তির সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কুমিল্লার সভাপতি ডা. মোসলেহ উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলী আকবর মাসুম ও সাংগঠনিক সম্পাদক শাহাজাদা এমরানের যৌথ সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ড. আলী হোসেন চৌধুরী, ছড়াকার জহিরুল হক দুলাল, সোনার বাংলা কলেজের অধ্যক্ষ সেলিম রেজা সৌরভ, অধ্যক্ষ শফিকুর রহমান, ক্রীড়া সংগঠক বদরুল হুদা জেনু, কাউন্সিলর জমীর উদ্দিন খান জম্পি, কুমিল্লা প্রেসক্লাবের আহ্বায়ক নীতিশ সাহা, নাট্যকার শাজাহান চৌধুরী, এটিএন নিউজের স্টাফ রিপোর্টার খায়রুল আহসান মানিক, সাংবাদিক মাহবুব আলম বাবু, মোতাহার হোসেন মাহবুব, গৌরিপুর মাইলস্টোন কলেজের অধ্যক্ষ দীপু মনি, কালের কণ্ঠের কুমিল্লা প্রতিনিধি আবদুর রহমান, আমাদের কুমিল্লার স্টাফ রিপোর্টার তৈয়বুর রহমান সোহেল।, নবাব ফয়জুন্নেছা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আজাদ সরকার লিটন, সাংস্কৃতিক সংগঠক অচিন্ত্য দাশ টিটু, সাংবাদিক মজিবুর রহমান মোল্লা, মোসলেহ উদ্দিন আহমেদ প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা কমার্স কলেজের অধ্যক্ষ হুমায়ুন কবির মাসউদ। সংবর্ধিতদের জীবনী অংশ পাঠ করেন বাপার সাংগঠনিক সম্পাদক শাহাজাদা এমরান ও শিক্ষক হালিম সৈকত।