শুক্রবার ৪ জুলাই ২০২৫
Space Advertisement
Space For advertisement
  • প্রচ্ছদ » sub lead 1 » তিতাসে ভোটকেন্দ্রের পাশের ঝোপ থেকে বিপুল অস্ত্র উদ্ধার


তিতাসে ভোটকেন্দ্রের পাশের ঝোপ থেকে বিপুল অস্ত্র উদ্ধার


আমাদের কুমিল্লা .কম :
10.11.2021

তিতাস প্রতিনিধি।।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে তিতাসের ভোট কেন্দ্রের পাশের একটি বাড়ির নিচের ঝোপ থেকে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার করেছে এলাকাবাসী।
থানা পুলিশকে খবর দিলে তিতাস থানায় পুলিশ এসে অস্ত্র জব্দ করে থানায় নিয়ে যায়।
কে বা কারা এই অস্ত্রগুলো এখানে রেখেছে এখনো কিছু জানা যায়নি।
বুধবার সকাল ৭টায় তিতাসের নারান্দিয়া ইউনিয়নের নয়াকান্দি ১নং ওয়ার্ডের ভোট কেন্দ্রের পাশের একটি বাড়ির নিচের ঝোপ থেকে এই অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
পরিত্যক্ত অবস্থায় দেশীয় ৬টি ধারালো কিরিচ, ১০টি লোহার পাইপ, ১টি চাইনিজ কুড়াল ও ২টি রড উদ্ধার করা হয় ।
নির্বাচনে সহিংসতায় ব্যাবহারের জন্য এ সব অস্ত্র রাখা হয়েছিল বলে ধারণা করছেন এলাকাবাসী।
এলাকাবাসী সূত্রে জানা যায়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে উপজেলা নারান্দিয়া ইউনিয়নের এই ভোট কেন্দ্রেটি ঝুঁকিপূর্ণ রয়েছে।
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুধীন চন্দ্র দাস জানান, অস্ত্র উদ্ধারের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জন্দ করে। কারা অস্ত্রগুলো সেখানে রেখেছে তা খতিয়ে দেখা হবে।