রবিবার ১৯ †g ২০২৪
Space Advertisement
Space For advertisement


জঙ্গিবিরোধী খুতবা দিতে ইমামদের আহ্বান


আমাদের কুমিল্লা .কম :
12.04.2017

জুমার নামাজের আগে জঙ্গিবিরোধী খুতবা দিতে সারাদেশের ইমামদের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন, ‘জুমার নামাজের আগে অবশ্যই মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে খুতবা দিতে হবে।

বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জঙ্গিবাদ প্রতিরোধ ও প্রতিকার সংক্রান্ত এক বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।

আসাদুজ্জামান বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর উপরও নজরদারি করা হচ্ছে। বিশেষ করে ফেসবুক, টুইটার, ভাইবারে সন্দেহভাজন কোনো তথ্য আদান-প্রদান হয় কি না সে বিষয়ে গোয়েন্দারা নজরদারি করছে। প্রবাসীদের দেশে এসে জঙ্গিবাদে সম্পৃক্ত হওয়ার বিষয়ে নজরদারি চালানো হবে।’

এছাড়া রোহিঙ্গাদের বিদেশে কারো সঙ্গে সন্দেহজনক যোগাযোগ হচ্ছে কি না সে বিষয়ে নজরদারি করা হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।