মঙ্গল্বার ৭ †g ২০২৪
Space Advertisement
Space For advertisement
  • প্রচ্ছদ » sub lead 3 » বৈশাখে সবজি, মরিচপোড়া ও ডিমভাজি খাওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর


বৈশাখে সবজি, মরিচপোড়া ও ডিমভাজি খাওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর


আমাদের কুমিল্লা .কম :
11.04.2017

পয়লা বৈশাখে ইলিশ খাওয়ার পরিবর্তে খিচুড়ির সঙ্গে সবজি, মরিচপোড়া ও ডিমভাজি খাওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইলিশ মাছকে বেড়ে ওঠার সুযোগ দিতেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।

ভারত সফর নিয়ে মঙ্গলবার গণবভনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘পহেলা বৈশাখে কেউ ইলিশ খাবেন না। ইলিশ ধরবেন না। খিচুড়ি খাবেন, সব্জি খাবেন, মরিচ পোড়া খাবেন, ডিমভাজি খাবেন।’

আগামী ১৪ এপ্রিল বাংলা নববর্ষ।  জাটকা সংরক্ষণের জন্য ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দেশের সব নদীতে ইলিশ ধরা, মজুদ ও পরিবহন নিষিদ্ধ করেছে সরকার।