শনিবার ১১ †g ২০২৪
Space Advertisement
Space For advertisement


ভিক্টোরিয়া কলেজে স্বরস্বতী পূজা উদ্যাপিত


আমাদের কুমিল্লা .কম :
02.02.2017


কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে উচ্চ মাধ্যমিক শাখায় জমকালো আয়োজনে উৎসবমুখর পরিবেশে শ্রী শ্রী স্বরস্বতী পূজা-২০১৭ উদযাপিত হয়েছে। কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ আবু তাহেরের প্রধান পৃষ্ঠপোষকতায় গত বুধবার দিনব্যাপী অনুষ্ঠান মালার মধ্যে ছিল সকাল ৮টায় বাণী বন্দনা,৯ টায় পুষ্পাঞ্জলি প্রদান, ১১টায়  শ্রী পুরুষোত্তম পন্ডিত দাস ও তার দলের পরিবেশনায় পদাবলী কির্ত্তন, সন্ধ্যা ৬টায় অঞ্জলি লহ লোর সঙ্গীতে সঙ্গীতানুষ্ঠান আয়োজন করা হয়। এতে কলেজের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা অংশগ্রহন করে।তাছাড়াও সন্ধ্যা ৭ টায় আতিকুর রহমান সুজনের নির্দেশনায় ও ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের পরিবেশনায় নাটক চাঁনমতির পালা। দিনব্যাপী এই অনুষ্ঠান মালা দারুন ভাবে উপভোগ করেন সবাই। বাস্তবায়ন কমিটির উপদেষ্টা রসায়ন বিভাগের প্রধান বিজিত কুমার ভট্টাচার্য্য এবং আহবায়কের দায়িত্ব পালন করেন পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক প্রফেসর বিজয় কৃষ্ণ রায়, সদস্য ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক মৃনাল কান্তি গোস্বামী, সমাজ বিজ্ঞানের বিভাগের সহযোগী অধ্যাপক তপন ভট্টাচার্য্য, সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক জীতেন্দ্রনাথ তরফদার, বাংলা বিভাগের প্রভাষক পুলক কুমার ধর, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক সুব্রত পাল। সার্বিক সহযোগিতায় ছিলেন প্রাণি বিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক অমিতাভ কুমার বাড়ৈ, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক মিহির রঞ্জন ভৌমিক, দর্শন বিভাগের সহকারী অধ্যাপক রঞ্জন কুমার ঘোষ ও সঞ্জয় তালুকদার। প্রেস বিজ্ঞপ্তি।