রবিবার ১২ †g ২০২৪
Space Advertisement
Space For advertisement


সুপ্রিমকোর্ট প্রাঙ্গণ থেকে মূর্তি অপসারণের দাবিতে জেলা প্রশাসককে খেলাফত মজলিসের স্মারক লিপি


আমাদের কুমিল্লা .কম :
01.02.2017

সদর দক্ষিণ প্রতিনিধি ॥
গতকাল বুধবার দুপর বারোটায় বাংলাদেশ খেলাফত মজলিস কুমিল্লা জেলা শাখার পক্ষ থেকে সুপ্রিমকোর্ট প্রাঙ্গণ হতে মূর্তি অপসারণের দাবিতে কুমিল্লা জেলা প্রশাসক জাহাংগীর আলম বরাবর স্মারক লিপি প্রদান করা হয়। স্মারক লিপিতে বলা হয় বাংলাদেশ একটি মুসলিম দেশ, এ দেশে ৯২% লোক মুসলমান। এ কারণেই এ দেশের রাষ্ট্র ধর্ম ইসলাম। রাষ্ট্র ধর্ম ইসলামের দেশে বাংলাদেশসহ সারা বিশ্বের সর্বশ্রেষ্ঠ আইন প্রণেতা হচ্ছেন আল্লাহ তায়ালার সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ (সা:)। এই মুসলিম বাংলাদেশের সর্বোচ্চ আইন প্রয়োগের স্থান হচ্ছে পবিত্র সুপ্রিম কোর্ট। এই সুপ্রিম কোর্টের সামনে সর্বোচ্চ আইন প্রণেতারও কোন ভাস্কর্য স্থাপনের অনুমতি ইসলামে নেই। পৃথিবীর কোন মুসলিম দেশে এমনকি ভারতের সুপ্রিম কোর্টের সামনেও আইন প্রণেতার প্রতীক হিসেবে কোন মূর্তি ও ভাস্কর্যের অস্তিত্ব নেই। তাই বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশের সুপ্রিম কোর্টের সামনে মূর্তি স্থাপন করা অনুচিত। তাই মহামান্য বিচারপতি একজন প্রজ্ঞাবান ব্যক্তি হিসেবে উল্লেখিত বিষয়টি অনুধাবন করতে পারবেন বলে আমাদের বিশ্বাস।  স্মারক লিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস কুমিল্লা জেলা শাখার সেক্রেটারি মনিরুল ইসলাম, মাও. নজির আহম্মদ, মহানগর সভাপতি মাও. সোলায়মান, সেক্রেটারি ইমাম হোসাইন, হা: মাও. বাশারত ভূইয়া, মাও. আ: কুদ্দুস, মুজাম্মেল হক, খালেদ সাইফুল্লাহ, জামিল আহমদ, সালমান, জাকির হোসেন, মাও. ইব্রাহীম, আখতারুজ্জামান, সালাউদ্দিন কিবরিয়া, আবু মূসা, শাহজালাল ও মোছদ্দিকুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।