শনিবার ১১ †g ২০২৪
Space Advertisement
Space For advertisement


বাংলাদেশকে এগিয়ে নিতে সাংবাদিকরা ভূমিকা রাখতে পারে : প্রেস কাউন্সিল চেয়ারম্যান


আমাদের কুমিল্লা .কম :
28.01.2017

স্টাফ রিপোর্টার ॥
কুমিল্লা সার্কিট হাউস মিলনায়তনে কুমিল্লায় কর্মরত  প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে  বাংলাদেশ প্রেস কাউন্সিলের আইন ও আচরণ বিধি সম্পর্কে মতবিনিময় সভা  গতকাল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন   বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ। তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করে  দেশ ও মানুষের কল্যাণে  সাংবাদিকদের কাজ করতে হবে। সত্য ও ন্যয়ের লক্ষেই  সাংবাদিকরা লিখবে  এটা যেমন সত্য  তেমনি  বাংলাদেশ  ও দেশের কল্যাণে  যুদ্ধাপরাধী,জঙ্গিবাদের বিরুদ্ধে সাংবাদিকদের স্বোচ্চার হতে হবে। বাংলাদেশকে এগিয়ে নেয়ার লক্ষে সাংবাদিকরা ভূমিকা রাখতে পারে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো: শাহ আবিদ হোসেন,অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো: মনিরুজ্জামান তালুকদার.অতিরিক্ত পুলিশ সুপার তানভির সালেহিন ইমনসহ অন্যান্য কর্মকর্তারা। সাংবাদিকদের পেশাগত নানা সমস্যা ও সাংবাদিকদের মান উন্নয়ন বৃদ্ধি বিষয়ে সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হাসানাত বাবুল,বাসস এর জেলা প্রতিনিধি অশোক বড়ুয়া,সাংবাদিক সাদিক মামুন,সিটিভি নিউজ টুয়েন্টি ফোর সম্পাদক ও প্রকাশক ওমর ফারুকী তাপস,একুশে টিভির জেলা প্রতিনিধি  হুমায়ূন কবীর রনি,দৈনিক ডাক প্রতিদিন পত্রিকার  সম্পাদক অধ্যক্ষ সফিকুর রহমান প্রমুখ।