সুজন মজুমদার ।। কুমিল্লা জেলা বরুড়া উপজেলা প্রকৌশলী সৈয়দ মেহেদী হাসানকে স্থানীয় সরকার বিভাগ থেকে অনিয়ম দুর্নীতির ঘটনায় কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে কর্তৃপক্ষ। অভিযোগ পত্র থেকে জানা যায়, চাঁদপুর জেলা শাহরাস্তি উপজেলার প্রকৌশলী থাকাকালীন সময়ে নিজ পিতার নামে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ইঞ্জিনিয়ারিং সলিউশন, ইব্রাহিম ও কাফরুল মাধ্যমে চাঁদপুর জেলা শাহরাস্তি উপজেলা পরিষদের ২০২২-২৩ ও ২০২৩-২৪ অর্থবছরে মোট ৫১,৭৩,৩৭১ টাকা (একান্ন লক্ষ তিয়াত্তর হাজার তিনশত একাত্তর টাকা) এর কার্যাদেশ প্রদান করেন এবং সরকারি কর্মচারী বিধিমালা লঙ্ঘন করেন। ২০১৮ এর বিধি ৩(খ) অনুযায়ী তাঁকে অভিযুক্ত করা হয়। অভিযোগ পত্রে আরও জানা যায়, কেন ‘চাকুরি হতে বরখাস্ত’ করা হবে না অথবা অন্য কোনো উপযুক্ত দণ্ড প্রদান করা হবে না, ১০(দশ) কার্যদিবসের মধ্যে লিখিতভাবে জানতে চেয়েছে স্থানীয় সরকার বিভাগ। এই বিষয়ে বরুড়া উপজেলা প্রকৌশলী সৈয়দ মেহেদী হাসান বলেন, তদন্তধীন বিষয় নিয়ে আমি কোন মন্তব্য করবো না। উপজেলা নির্বাহী অফিসার নু এমং মারমা মং বলেন, আমি আপনার কাছে শোনেছি। ইঞ্জিনিয়ার কাছ থেকে জানবো এবং ঊর্ধ্বতন কর্মকর্তা সাথে আলোচনা করে ব্যবস্থা গ্রহণ করবো।