বৃহস্পতিবার ২ †g ২০২৪
Space Advertisement
Space For advertisement


লাকসামে শহিদ মিনারে ফুল দিতে গিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০


আমাদের কুমিল্লা .কম :
21.02.2022

লাকসাম প্রতিনিধি ।। লাকসামে শহিদ মিনারে ফুল দিতে গিয়ে বিএনপির আজিম গ্রুপ ও চৈতী কালাম গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালীন সময়ে ডাকাতিয়া নদীতে ঝাপ দিয়ে আত্মরক্ষা করে অনেক কর্মী। সংঘর্ষে উভয় গ্রুপের দুই গ্রুপের ১০ জন আহত হয়। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। আজ সোমবার একুশের সকালে লাকসাম উপজেলা পরিষদ সংলগ্ন শহিদ মিনারে ফুল দিতে গিয়ে সাবেক এমপি ও জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি কর্নেল আনোয়ারুল আজিম ও বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম (চৈতি কালাম) গ্রুপের মধ্যে এ সংঘর্ষ বাধে।
ঘটনার বিবরণে প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকাল ৮টায় লাকসাম পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তাজুল ইসলাম খোকনের নেতৃত্বে আজিম গ্রুপের নেতাকর্মীরা শহিদ মিনারে ফুল দিতে যায়। এর অল্পকিছুক্ষণ পর চৈতি কালাম গ্রুপের নেতাকর্মীরা পৌরসভা বিএনপির আহ্বায়ক আবুল হাশেম মানুর নেতৃত্বে শহিদ মিনারে ফুল দিতে আসে। এ সময় শহিদ মিনারে উভয় গ্রুপ একত্রিত হয়ে যায়। ফলে ফুল দিতে আসা উভয় পক্ষের কর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি হয়। এ সময় তাৎক্ষনিক পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে নিলে উভয় পক্ষ্য শহীদ মিনার এলাকা ত্যাগ করে।
শহিদ মিনার থেকে যাওয়ার পরে সদর হাসপাতালের সামনে গিয়ে উভয় গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সংঘর্ষকালে অনেক কর্মী ডাকাতিয়া নদীতে ঝাঁপ দিয়ে আত্মরক্ষা করতে দেখা যায়। এতে উভয় গ্রুপের কমপক্ষ্যে ১০জন আহত হয়।
সংঘর্ষের বিষয়ে জানতে চাইলে সাবেক এমপি কর্নেল আজিম সমর্থিত পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তাজুল ইসলাম খোকন বলেন, আওয়ামী এজেন্ডা বাস্তবায়ন করতেই চৈতি কালাম গ্রুপের লোকজন আমাদের কর্মীদের ওপর ইটপাটকেল ছোঁড়ে। এতে ফারুক (৩৫) নামে যুবদলের এক কর্মীর হাত ভেঙে গেছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অপরদিকে, চৈতি কালাম সমর্থিত পৌর বিএনপির আহ্বায়ক আবুল হাশেম মানু বলেন, আমরা শহীদ বেদীতে ফুল দিতে গেলে ওই গ্রুপ আমাদের বাধা দেয়। পরে বাজারে ফেরার পথে তারা আমাদের কর্মীদের ওপর হামলা ও ইটপাটকেল নিক্ষেপ করে। এতে রুবেল (৩০) নামে স্বেচ্ছাসেবক দলের এক কর্মী আহত হয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেজবাহ উদ্দিন ভূইয়া বলেন, এমন ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি।