শুক্রবার ১৭ †g ২০২৪
Space Advertisement
Space For advertisement


চান্দিনায় পারিবারিক কলহের জের ধরে সন্তানকে হত্যা করে পাষন্ড মা; ঘাতক মা গ্রেফতার


আমাদের কুমিল্লা .কম :
21.02.2022

চান্দিনা প্রতিনিধি ।। কুমিল্লার চান্দিনায় পারিবারিক কলহের জের ধরে ৩ মাস ১০দিন বয়সের এক কন্যা সন্তানকে পানিতে ফেলে হত্যা করে পাষন্ড মা। সোমবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৯টায় উপজেলার বরকইট ইউনিয়নের শালচর গ্রামে ওই অমানবিক ঘটনা ঘটে। নিহত শিশুটির নাম উম্মে সাইফা। ওই ঘটনায় সোমবার দুপুরে ঘাতক মা ছামিয়া আক্তার বকুল (২০) কে আটক করে চান্দিনা থানা পুলিশের কাছে সোপর্দ করে এলকাবাসী। এ ব্যাপারে নিহত শিশুর পিতা মো. ওমর ফারুক চান্দিনা থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, প্রায় দেড় বছর আগে উপজেলার বরকইট ইউনিয়নের শালচর গ্রামের মৃত আলী আশরাফ এর মেয়ে ছামিয়া আক্তার বকুল (২০) এর সাথে একই ইউনিয়নের খৈছাড়া গ্রামের মফিজুল ইসলাম এর ছেলে মো. ওমর ফারুক এর বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের পারিবারিক কলহ চলে আসছিল। তিন মাস আগে ছামিয়া আক্তার বকুল কন্যা সন্তানের মা হয়। পারিবারিক কলহের কারণে কিছুদিন ধরেই সে সন্তান সহ বাবার বাড়িতে অবস্থান করছিল।

রোববার (২০ ফেব্রুয়ারি) স্থানীয়ভাবে শালিশ হয়। মেয়েটিকে স্বামীর বাড়িতে পাঠানোর সিদ্ধান্ত হয়। সোমবার সকালে বকুল তার কন্যা সন্তান উম্মে সাইফা শালচর এলাকায় একটি ডোবার পানিতে ফেলে দেয়। স্থানীয়রা শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করে।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফুর রহমান জানান, লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেন্সিক বিভাগে পাঠানো হয়েছে। নিহত উম্মে ছাইফার মা ছামিয়া আক্তার বকুল (২০) কে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে পানিতে ফেলে শিশুটিকে হত্যার কথা স্বীকার করেছে। এবিষয়ে চান্দিনা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।