সোমবার ২৯ GwcÖj ২০২৪
Space Advertisement
Space For advertisement
  • প্রচ্ছদ » sub lead 2 » প্রথম অন্তঃজেলা বিতর্ক প্রতিযোগিতার সেমিফাইনাল সম্পন্ন


প্রথম অন্তঃজেলা বিতর্ক প্রতিযোগিতার সেমিফাইনাল সম্পন্ন


আমাদের কুমিল্লা .কম :
19.05.2017

স্টাফ রিপোর্টার।।
“আধারের প্রাচীরে প্রাণের প্রজ্জ্বালন”এই স্লোগানকে ধারণ করে কুমিল্লা জেলা পুলিশ প্রশাসনের আয়োজনে এবং ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদ(ভিসিডিএস)এর সার্বিক সহযোগিতায় ১ম অন্তঃজেলা মাদক,ইভটিজিং ও জঙ্গিবাদ বিরোধী বির্তক প্রতিযোগিতা-২০১৭ এর সেমিফাইনাল কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।সেমিফাইনালের ১ম বির্তকে অংশগ্রহণ করে,ভিক্টোরিয়া সরকারি কলেজ বনাম জুরানপুর আর্দশ বিশ্ববিদ্যালয় কলেজ। ১ম বির্তকে বিজয়ী কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ। সেমিফাইনালে ২য় বির্তকে প্রতিযোগিতা করে কোরেরপাড় আদর্শ বিশ্ববিদ্যালয় বনাম কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট।এই বির্তকে বিজয়ী কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট। সেমিফাইনালে প্রথম প্রতিযোগিতায় মডারেটর হিসাবে ছিলেন কুমিল্লা জেলা পুলিশ সুপার মোঃ শাহ্ আবিদ হোসেন(বিপিএম),পর্যবেক্ষক হিসাবে ছিলেন কলেজ উপাধ্যক্ষ প্রফেসর রতন কুমার সাহা,মুরাদনগর সার্কেলেরর অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন,ভিক্টোরিয়া কলেজ বাংলা বিভাগের সহযোগী  অধ্যাপক বির্তক পরিষদের এডিশনাল মডারেটর  ড.মেহেদী হাসান।বিচারক হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা স্থানীয় সরকারের উপসচিব মুহাম্মদ গোলাম রহমান,জেলা মুক্তিযুদ্ধো কমান্ডার শফিউল আহমদ বাবুল,কমিউনিটি পুলিশের মহিলা বিষয়ক সম্পাদক রোটারিয়ান দিলনাশী মহসিনসহ অন্যান্যরা।দ্বিতীয় বির্তকে মডারেটর হিসাবে দ্বায়িত্ব পালন করেন কুমিল্লা জেলার জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম। ভিক্টোরিয়া কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আমির আলী পর্যাবেক্ষক ছিলেন প্রফেসর রতন কুমার সাহা,ইংরেজী বিভাগের সহযোগী অধ্যাপক মোঃমনিরুজ্জামান,ক্রীড়া সংগঠক বদরুল হুদা জেনু,বিচারক ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক ড.রাজু আহম্মেদ,এডিশনাল মডারেটর মুহিবুবুল, বিসিডিএস এর সাবেক সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম,বর্তমান সভাপতি মতিউর রহমার সবুজ। বিসিডিএস এর সাবেক সাধারণ সম্পাদক শরীফুল ইসলামের সন্ঞ্চালনায় আজকের বির্তকটি সম্পন্ন হয়। ৫৪টি কলেজের ৭১টি বির্তকের ফাইনাল বির্তক প্রতিযোগিতা আগামী ২২ মে ২০১৭ রোজ সোমবার পুলিশ লাইন মাঠে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে ভিক্টোরিয়া কলেজ বির্তক পরিষদের বিভিন্ন প্রকার বির্তকের ডেমো সহ ভিন্ন ভিন্ন পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানটি উপস্হাপন করা হবে।