বৃহস্পতিবার ২ †g ২০২৪
Space Advertisement
Space For advertisement
  • প্রচ্ছদ » sub lead 2 » কুমিল্লা-সিলেট মহাসড়কে প্রতিদিন ১৮কিলোমিটার যানজট!


কুমিল্লা-সিলেট মহাসড়কে প্রতিদিন ১৮কিলোমিটার যানজট!


আমাদের কুমিল্লা .কম :
04.03.2020

স্টাফ রিপোর্টার: কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের কুমিল্লা অংশে প্রতিদিন ১৮কিলোমিটার এলাকা জুড়ে যানজট সৃষ্টি হচ্ছে। মুরাদনগরের কোম্পানীগঞ্জ, দেবিদ্বার উপজেলার চরবাকর, বুড়িচং উপজেলার কংশনগর বাজার ও দেবপুর এলাকা পর্যন্ত প্রায় ১৮কিলোমিটার এলাকা জুড়ে ১০ঘন্টার মত স্থায়ী যানজটের সৃষ্টি হয়। এতে মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। মঙ্গলবারও মুরাদনগর উপজেলার গকুলনগর থেকে দেবিদ্বার উপজেলার চরবাকর বাস স্টেশন পর্যন্ত কয়েকশত পরিবহন আটকে থাকতে দেখা যায়। তার সাথে যোগ হয় ঝড় বৃষ্টির দুর্ভোগ।
দেবিদ্বারের বাসিন্দা সাইফুল ইসলাম ও কোম্পানীগঞ্জের এনএ মুরাদ জানান, ‘বিকল্প সড়ক না রেখে , ফুটপাথ দখলমুক্ত না করে একপাশ সম্পূর্ণ বন্ধ করে সড়ক সংস্কার কাজ করার কারণে দেবিদ্বার সদরে যানজট লেগে আছে। মুরাদনগরের কোম্পানীগঞ্জ এলাকায় মাটিবাহী ট্রাক্টরের কারণে যানজট সৃষ্টি হচ্ছে। ট্রাক্টর গোমতীর চর থেকে মাটি নিয়ে বেড়িবাঁধ দিয়ে মহাসড়কে উঠে যানজট সৃষ্টি করছে। দ্রæত এসব সমস্যার সমাধান করা প্রয়োজন।’
মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবদুর রব জানান, ‘কোম্পানীগঞ্জের যানজট নিরসনে প্রতিদিনই আমাদের টিম কাজ করছে।’
দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান বলেন, ‘ সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ করে সংস্কার কাজটি দ্রæত শেষ করার অনুরোধ জানিয়েছি।’
সড়ক ও জনপদ বিভাগ কুমিল্লার নির্বাহী প্রকৌশলী ড. মোহাম্মদ আহাদ উল্লাহ বলেন, ‘জনদুর্ভোগ বিবেচনা করে সংশ্লিষ্ট ঠিকাদারদের বলেছি তিনমাসের মধ্যে কাজ সম্পন্ন করতে।’