বৃহস্পতিবার ২ †g ২০২৪
Space Advertisement
Space For advertisement


কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ১৭০


আমাদের কুমিল্লা .কম :
02.07.2021

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় নতুন করে পরীক্ষায় ১৭০ জনের করোনা পজিটিভ ফলাফল এসেছে। এছাড়াও নতুন করে আরও ২ জনের মৃত্যুর মধ্য দিয়ে জেলায় করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮৪ জনে। শুক্রবার বিকালে কুমিল্লা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন এসব তথ্য জানান।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্তদের মধ্যে রয়েছেন কুমিল্লা নগরীতে ১২০ জন, আদর্শ সদরে ৪ জন, সদর দক্ষিণে ৩ জন, বুড়িচংয়ে ৪ জন, ব্রাহ্মণপাড়ায় ২ জন, চান্দিনায় ২ জন, চৌদ্দগ্রামে ৮ জন, দেবিদ্বারে ৫ জন, দাউদকান্দিতে ২ জন, লাকসামে ৬ জন, লালমাই ১ জন, নাঙ্গলকোট ৬ জন, বরুড়ায় ৪ জন, মনোহরগঞ্জ ২ জন ও হোমনায় ১ জন। এ সময়ে কুমিল্লা সিটি করপোরেশন এলাকার একজন মহিলা (৩৫) ও দাউদকান্দি উপজেলার একজন পুরুষ (৭৫) মারা গেছেন। কুমিল্লা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন জানান, গত ২৪ ঘন্টায় ১৭০ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এছাড়া এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে মোট ৮৫ হাজার ৮৩৪ জনের এবং রিপোর্ট পাওয়া গেছে মোট ৮৪ হাজার ৯৬৫ জনের। এদের মধ্যে ১৪ হাজার ৬৬২ জনের করোনা পজিটিভ এসেছে। এর মধ্যে মারা গেছেন মোট ৪৮৪ জন এবং সুস্থ হয়েছেন মোট ১১ হাজার ৮৪৫ জন।