সোমবার ২৯ GwcÖj ২০২৪
Space Advertisement
Space For advertisement


বরুড়ায় শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী পালিত


আমাদের কুমিল্লা .কম :
12.08.2020

Exif_JPEG_420

বিল্লাল হোসেন, বরুড়া ।।
বরুড়ায় গতকাল মঙ্গলবার বিশ্ব শান্তির মঙ্গল কামনার্থে বৈশ্বিক মহামারী করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে সনাতন ধর্মাবলম্বীদের মহাবতার পরমেশ্বর ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথির শুভ জন্মাষ্টমী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সকালে উপজেলা কেন্দ্রীয় শ্রী শ্রী নৃ-সিংহদেব ও জগন্নাথ দেব মন্দির পরিচালনা কমিটির আয়োজনে মন্দিরে মঙ্গল প্রদীপ প্রজ্জলন ও পূজার্চনা অনুষ্ঠিত হয়। শেষে মন্দির প্রাঙ্গণে স্বাস্থ্যবিধি মেনে কেন্দ্রীয় গীতা সংঘের আয়োজনে শ্রীমদ্ভাগবত গীতাপাঠ এবং গীতাযজ্ঞ অনুষ্ঠিত হয়েছে। জানতে চাইলে মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সুদর্শন ভদ্র জানান, বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের ফলে এ বছর জন্মাষ্টমী উৎসবের তেমন কোন আয়োজন করা হয়নি। শুধু বিশ্ব শান্তির মঙ্গল কামনার্থে স্বাস্থ্যবিধি মেনে মন্দিরে পূজার্চনা, গীতাপাঠ এবং গীতাযজ্ঞের আয়োজন করা হয়েছে।