শুক্রবার ১৭ †g ২০২৪
Space Advertisement
Space For advertisement


কুমিল্লা আদর্শ সদরে ভাতাভোগীর মাঝে ভাতার বই বিতরণ


আমাদের কুমিল্লা .কম :
26.06.2020

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা আদর্শ সদর উপজেলায় সামাজিক দূরত্ব নিশ্চিত করতে ইউনিয়ন চেয়ারম্যানদের মাধ্যেমে ২ হাজার ৬৮৫ জন ভাতাভোগীদের মাঝে ভাতার বই বিতরণ করা হয়েছে। আদর্শ সদর উপজেলা পরিষদ ও উপজেলা সমাজসেবা অধিদপ্তর আয়োজিত বয়স্ক,বিধবা ও প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে ভাতা পরিশোধ বহি বিতরণ অনুষ্ঠানে বীরমুক্তিযোদ্বা আ.ক.ম বাহাউদ্দিন বাহার এমপি’র পক্ষে ইউনিয়ন চেয়ারম্যানদের হাতে বই তুলে দেন উপজেলা চেয়ারম্যান এড.আমিনুল ইসলাম টুটুল।
বৃহস্পতিবার দুপুরে আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এর কার্যালয়ে আয়োজিত উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী নির্বাহী কর্মকর্তা জাকিয়া আফরীন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান তারিকুর রহমান জুয়েল,উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান এড.হোসনেয়ারা বকুল।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো.সায়েফ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে অনান্যর মধ্যে উপস্থিত ছিলেন আমড়াতলী ইউপি চেয়ারম্যান কাজী মোজাম্মেল হক,কালিরবাজার ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো.সেকান্দর আলী,দুর্গাপুর দক্ষিন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো.আমিনুল হক,দূর্গাপুর উত্তর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ,জগন্নাথপুর ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ মামুন,পাঁচথুবী ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন বাহালুল।
সভা শেষে ২,৬৮৫ জনের মাঝে বয়স্ক,বিধবা ও প্রতিবন্ধি লোকের মাঝে ভাতার বই তুলে দেন অতিথিরা। এসব ভাতার বই সামাজিক দূরত্ব মেনে ইউনিয়নের ওয়ার্ডে ওয়ার্ডে বিতরণ করবেন ইউপি চেয়ারম্যান ও মেম্বারবৃন্দ।