রবিবার ১৯ †g ২০২৪
Space Advertisement
Space For advertisement
  • প্রচ্ছদ » sub lead 1 » চৌদ্দগ্রামে করোনার উপসর্গ নিয়ে যুবকের মৃত্যু, দুটি বাড়ি লকডাউন


চৌদ্দগ্রামে করোনার উপসর্গ নিয়ে যুবকের মৃত্যু, দুটি বাড়ি লকডাউন


আমাদের কুমিল্লা .কম :
15.04.2020

আবুল বাশার রানা, চৌদ্দগ্রাম
কুমিল্লার চৌদ্দগ্রামে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে মাহবুবুর রহমান রাতুল (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে উপজেলার কালিকাপুর ইউনিয়নের বদরপুর গ্রামের শাহজানের ছেলে। মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে সে মারা যায়।গতকাল বুধবার উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানার নেতৃত্বে উপজেলা প্রশাসন ও চৌদ্দগ্রামের স্বাস্থ্যকমপ্লেক্সের ডাক্তাররা নমুনা সংগ্রহের পর রাতুলের দাফন সম্পন্ন হয়। চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার সংশ্লিষ্ট বাড়িটি লকডাউন ঘোষণা করেন। তিনি রাতুলের যাতায়াতের কারণে ওই যুবকের নানার বাড়ি জগন্নাথ ইউনিয়নের তালক গ্রামের বাড়িটিও লকডাউন ঘোষণা করেন। এ সময় কালিকাপুরের ইউপি চেয়ারম্যান ভিপি মাহবুব হোসেন মজুমদার উপস্থিত ছিলেন। তিনি এ সময় ওই বাড়িতে প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী পৌঁছে দেন।