শুক্রবার ১৭ †g ২০২৪
Space Advertisement
Space For advertisement
  • প্রচ্ছদ » sub lead 1 » বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্ম না হলে এ দেশ সূষ্টি হতো না- মুজিবুল হক এমপি


বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্ম না হলে এ দেশ সূষ্টি হতো না- মুজিবুল হক এমপি


আমাদের কুমিল্লা .কম :
16.02.2020

চৌদ্দগ্রাম প্রতিনিধি ।। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্ম না হলে এ দেশ সূষ্টি হতো না, আমরা পেতাম না স্বাধীনতা। মহান এ নেতার শততম জম্ম বার্ষিকী এবার শুধু বাংলাদেশ নয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী বিশ্বব্যাপী ১৯৫টি দেশে উদযাপন হবে। আগামী ১৭ মার্চ বিশাল অনুষ্ঠানের মাধ্যামে চৌদ্দগ্রামে পালিত হবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী। গতকাল শনিবার বিকালে কুমিল্লা চৌদ্দগ্রাম চৌহমুনি বাজার মুজিব সেনা ক্লাবের আয়োজনে মুজিবুল হক মুজিব লক্ষ টাকার ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন কুমিল্লা দক্ষিণ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক মুজিব এমপি।
চৌদ্দগ্রাম উপজেলা যুবলীগের আহবায়ক ও শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজালাল মজুমদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন স্থানীয় সরকার মন্ত্রলায়নের কুমিল্লা পরিচালক শকউত উসমান,চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুস সোবহান ভূঁইয়া হাসান, চৌদ্দগ্রাম উপজেলা নিবার্হী কমকর্তা মাসুদ রানা, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক রহমত উল্লাহ্ বাবুল,কুমিল্লা জেলা পরিষদের সদস্য ফারুক আহমেদ মিয়াজী, উপজেলার ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার,জেলা আওয়ামীলীগের ধম বিষক সম্পাদক ্এড.আবুল খায়ের,আলকরা ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক হেলাল,বাতিসা ইউপি চেয়ারম্যান জাহিদ হোসেন টিপু,কালিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মাহাবুব হোসেন মজুমদার,কাশিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেন, গুনবতী ইউপি চেয়াম্যোন খোকন, উজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন খোরশেদ,মুন্সিহাট পরিষদের চেয়ারম্যান মাহফুজ আলম, চৌদ্দগ্রাম উপজেলা যুবলীগের সদস্য খোরশেদ আলম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন রুবেল, ব্যবসায়ী নজির আহমেদ,উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক নুরুল আলম, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক জসীম উদ্দিন সর্দার, অনুষ্ঠানে হাজার হাজার দশকে গানে ও নাচে মাতিয়ে রাখেন কৌতক অভিনেতা হারুন কিসিঞ্জার ও তার দল। খেলায় শ্রীপুর নিউ মিতালী সংঘ ১ গোলে চ্যাম্পনীয়ান হন, রানাআপ হন মিয়াবাজার স্পেটিং ক্লাব।