বৃহস্পতিবার ১৬ †g ২০২৪
Space Advertisement
Space For advertisement


ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৪২ কিলোমিটার যানজট ‘গাড়ি চলছে কচ্ছপ গতিতে’


আমাদের কুমিল্লা .কম :
16.05.2018

স্টাফ রিপোর্টার।।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দির মেঘনা-গোমতী ব্রিজের দুইপাশে ৪২ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। মঙ্গলবার সকাল থেকে কুমিল্লার চান্দিনা কুটুম্বপুর থেকে দাউদকান্দি ব্রিজ পর্যন্ত ২০ কিলোমিটার এবং ব্রিজের ওই পাশে মুন্সীগঞ্জ এলাকায় ২২ কিলোমিটারসহ ৪২ কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়। আটকা পড়ে শতশত যাত্রবাহী বাস ও মালবাহী পরিবহন। সন্ধ্যায় এরিপোর্ট লেখার সময় মহাসড়কে গাড়ি চলছিলো থেমে থেমে ধীরগতিতে।
কুমিল্লা স্টেশন রোড (দ.) ব্যবসায়ী সমিতির সেক্রেটারি মো. জহিরুল ইসলাম জহির জানান, যানজটের কারণে আমাদের পণ্য পরিবহন খরচ প্রায় দুইগুণ বেড়েছে। কমপিটিশন মার্কেট হওয়ায় সেই পরিমাণে আমরা পণ্যের দাম বাড়াতে পারছি না। এতে আমাদের মুনাফা কমে যাচ্ছে।
কুমিল্লার কৃষকলীগ নেতা আহমেদ জামিল সেলিম বলেন,ঢাকা রওয়ানা করেছিলাম। গাড়ি চলছে কচ্ছপ গতিতে। যানজট দেখে ইলিয়টগঞ্জ পর্যন্ত গিয়ে ফিরে কুমিল্লা চলে এসেছি।
কুমিল্লা দাউদকান্দি হাইওয়ে থানার ওসি আবুল কালাম আজাদ জানান, যানবাহনের চাপ রয়েছে। চার লেনের গাড়িগুলো ব্রিজের দুই লেনে পার হতে পারছে না। এছাড়া দাউদকান্দি ব্রিজের উঠতে গিয়ে কিছু গাড়ি বিকল হচ্ছে। যার কারণে যানজটের পরিমাণ বাড়ছে। তবে পুলিশ এই যানজট নিরসনে কাজ করছে।