শুক্রবার ৩ †g ২০২৪
Space Advertisement
Space For advertisement
  • প্রচ্ছদ » sub lead 3 » প্রতারকের খপ্পরে স্বর্ণালংকার খোয়ালেন বৃদ্ধা


প্রতারকের খপ্পরে স্বর্ণালংকার খোয়ালেন বৃদ্ধা


আমাদের কুমিল্লা .কম :
22.06.2017

স্টাফ রিপোর্টার।। কুমিল্লায় প্রতারক চক্র প্রতারণার মাধ্যমে পেয়ারা বেগম (৬৬) নামে এক মহিলার প্রায় পাঁচভরি ওজনের স্বর্ণালংকারসহ দামী মোবাইল হাতিয়ে নেয়। গতকাল বিকেল ৫টায় নগরীর রেইসকোর্স ইস্টার্ন ইয়াকুব প্লাজার সামনে এ ঘটনা ঘটে। পরে প্রতারণার শিকার মহিলার স্বজনরা বিষয়টি আইনশৃংখলা বাহিনীর কাছে জানায়।
প্রতারণার শিকার পেয়ারা বেগম জানান, তার বাড়ি আদর্শ সদর উপজেলার নোয়াপাড়া এলাকা থেকে ঈদের কেনাকাটা করতে এলে ইর্স্টান ইয়াকুব প্লাজার সামনে এলে একটি যুবক তাকে দুটি স্বর্ণের বালা কিনতে বলে। যুবক জানায়, খুব বিপদে আছে। যার কারণে বিয়ের সময় শ্বশুর-শাশুড়ির দেয়া বউয়ের হাতের বালা দুটি বিক্রি করে। কিন্তু বালা দুটি কিনতে অপারগতা প্রকাশ করলে প্রতারক চক্রের আরো দু’জন সদস্য নকল স্বর্ণের বালা দুটি কিনে নেয়ার জন্য পিড়াপিড়ি করতে থাকে। এক পর্যায়ে তিনি প্রায় অচেতন হলে তার হাতের ও গলার স্বর্ণালংকারসহ ব্যাগে থাকা দামি একটি মোবাইল ফোন সেট নিয়ে যায়। পরে মহিলার হাতে প্রতারকচক্র নকল স্বর্ণের বালা পরিয়ে দিয়ে যায়। প্রতারণার শিকার পেয়ারা বেগম জানান, প্রতারকচক্র যখন সবকিছু হাতিয়ে নিচ্ছিল তখন চোখে দেখলেও তিনি নড়াচড়াসহ চিৎকার করার শক্তি হারিয়ে ফেলেন। এ ঘটনার প্রায় ১০ মিনিট পরে তিনি নড়াচড়া করতে পারলেও ততক্ষণে সরে পড়ে প্রতারক চক্র।